ডেস্ক নিউজ: কম্পিউটার বিজ্ঞানী হওয়ার প্রয়োজন নেই, তবে ডিজিটাল দক্ষতা অর্জন করতে হবে’, বলে মনে করেন ডাক ও টেলিযোযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেন, ‘ইন্টারনেট ব্যবহারকারীকেই সবার আগে সচেতন হতে হবে। এই ক্ষেত্রে নিজের অ্যাকাউন্ট (আইডি) নিরাপদ রাখতে হবে। দুই স্তরের ভেরিফিকেশন নিশ্চিত করাসহ কিছু কৌশল অবলম্বন করতে হবে।’
আজ ঢাকায় আমেরিকান আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশ চত্ত্বরে আয়োজিত নিরাপদ ইন্টারনেটবিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
দেশের তরুণ জনগোষ্ঠী ‘অত্যন্ত মেধাবী’ উল্লেখ করে তিনি বলেন, ‘তারা চেষ্টা করলে পারে না এমন কোন কাজ নেই। মহাকাশ বিজ্ঞানে পড়ালেখা না করেও গ্রাউন্ড স্টেশন থেকে আমাদের তরুণরা বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের পর থেকে দক্ষতার সঙ্গে পরিচালনা করে আসছে।’
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।