যুক্তরাষ্ট্র অফিস: চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সোমবার বৈঠকে মিলিত হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিনের বৈঠকে উত্তর কোরিয়া ইস্যুতে বেইজিংকে সতর্ক করবেন তিনি। এমনটাই জানিয়েছে মার্কিন প্রেসিডেন্টের দফতর হোয়াইট হাউজ। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
হোয়াইট হাউজ জানিয়েছে, সোমবারের বৈঠকে বাইডেন চীনা প্রেসিডেন্টকে সতর্ক করবেন যে, উত্তর কোরিয়ার ক্রমাগত অস্ত্র উন্নয়নের প্রচেষ্টা যুক্তরাষ্ট্রকে এই অঞ্চলে তার সামরিক উপস্থিতি আরও বাড়ানোর দিকে নিয়ে যাবে।
যুক্তরাষ্ট্রের আশঙ্কা, পারমাণবিক বোমার পরীক্ষা চালানোর পরিকল্পনা করছে পিয়ংইয়ং। তবে ওয়াশিংটনের বিশ্বাস, চীন ও রাশিয়ার পক্ষে এমন পরিকল্পনা থেকে তাদের সরিয়ে আনার সুযোগ রয়েছে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।