এই আর্জেন্টিনাকে দেখতে চাননি সমর্থকরা - BANGLANEWSUS.COM
  • ১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

 

এই আর্জেন্টিনাকে দেখতে চাননি সমর্থকরা

newsup
প্রকাশিত নভেম্বর ২২, ২০২২
এই আর্জেন্টিনাকে দেখতে চাননি সমর্থকরা

ডেস্ক নিউজ: লুসাইলের আইকন স্টেডিয়ামে আকাশি-সাদা জার্সিধারী সমর্থকদের মিলনমেলা বসেছিল। লিওনেল মেসির নেতৃত্বে দুইবারের চ্যাম্পিয়নদের দারুণ সূচনা দেখার অপেক্ষায় সবাই। অনেক আশা নিয়ে প্রিয় দলের খেলা দেখতে এসে শুরুতে বড় ধাক্কা খেতে হয়েছে। সৌদি আরবের বিপক্ষে এগিয়ে থেকেও হারের তিক্ত স্বাদ নিতে হয়েছে! লিওনেল স্কালোনির দলের টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডে ছেদ পড়লো।

অথচ মেসির নেতৃত্বে শুরুর ম্যাচ থেকে উদ্ভাসিত খেলবে ম্যারাডোনার উত্তরসূরিরা- এমনটি প্রত্যাশিত থাকলেও হিতে বিপরীতই হলো! সব ধারণাকে উড়িয়ে সৌদি আরবের জয়গান হয়েছে।

৮০ হাজার দর্শক ক্ষমতাসম্পন্ন স্টেডিয়ামে একটু পরপরই উল্লাসে ফেটে পড়ছিল সবাই। কোনও সময় আর্জেন্টিনা আবার সৌদি আরবের সমর্থকরা।

অপ্রত্যাশিতভাবে হেরে মরুর বুকে বিশ্বকাপ শুরু হলো আলবিসেলেস্তেদের। স্কালোনির কোনও কৌশলই যে ধোপে টিকলো না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।