পেলোসির অবসর জেফরির মনোনয়ন- এক ইতিহাসের শেষ আরেক ইতিহাসের শুরু

Daily Ajker Sylhet

newsup

০৫ ডিসে ২০২২, ০৫:৪৭ পূর্বাহ্ণ


পেলোসির অবসর জেফরির মনোনয়ন- এক ইতিহাসের শেষ আরেক ইতিহাসের শুরু

আবিদুর রহিম : যুক্তরাষ্ট্র কংগ্রেসের স্পিকার এবং হাউজ অব রিপ্রেজেন্টিটিভে ডেমোক্রেট দলের নেতা ন্যন্সী পেলোসী সম্প্রতি দলের নেতৃত্ব থেকে অবসর নেয়ার ঘোষনা দিয়েছেন!
এর মধ্য দিয়ে একদিকে যেমন তার দুই যুগের দাপুটে রাজনৈতিক নেতৃত্বের অবসান হবে, তেমনি অবসান হবে একটি রেকর্ড সৃষ্টিকারী ইতিহাসের, কারণ যুক্তরাষ্ট্রের প্রায় পৌনে ৩শ’ বছরের ইতিহাসে ৮০ বছর বয়সী পেলোসিই ছিলেন একমাত্র নারী স্পিকার ও হাউজের নারী দলনেতা! তবে দলের নেতৃত্ব ছাড়লেও কংগ্রেসের সাধারণ সদস্য হিসেবে থাকবেন তিনি!
এদিকে এ বছরের শেষে পেলোসি হাউজ অব রিপ্রেজেন্টেটিভে ডেমোক্রেট দলের নেতৃত্ব থেকে সরলে তার স্থলাভিষিক্ত হবেন নিউ ইয়র্ক থেকে নির্বাচিত কংগ্রেসম্যান হেকিম জ্যাফরি! এরিমধ্যে ডেমোক্রেট সদস্যরা কংগ্রেসে দলের নেতা হিসাবে হেকিম জ্যাফরির প্রতি তাদের সমর্থন জানিয়েছেন!
এটিও হবে যুক্তরাষ্ট্র কংগ্রেসের ইতিহাসে আরেকটি নতুন রেকর্ড! কেননা, আনুষ্ঠানিকভাবে দলনেতা নির্বাচিত হলে হেকিম জ্যাফরিই হবেন যুক্তরাষ্ট্র কংগ্রেসের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ বা প্রথম আফ্রিকান আমেরিকান, যিনি কংগ্রেসে একটি দলকে নেতৃত্ব দেবেন!

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।