ডেস্ক নিউজ: লম্বা সময়ের বন্ধুত্ব ও প্রেমের অধ্যায় কাটিয়ে পারিবারিক আয়োজনে রনি রিয়াদ রশিদের সঙ্গে আংটি বদল হয় ২০২০ সালের ২১ মার্চ। জানান, একই বছরের ডিসেম্বরে ঘটা করে হচ্ছে বিয়ের আনুষ্ঠানিকতা। এরমধ্যে দুই ডেটলাইন পার করে তৃতীয় ডিসেম্বরে পা রেখেছেন নায়িকা। কিন্তু বিয়ের সানাই আর বাজলো না।
অবশেষে বিয়ে প্রসঙ্গে গণমাধ্যমে মুখ খুললেন ফারিয়া। বললেন, এই বিয়েটা আর হচ্ছে না!
কিন্তু কেন; উত্তরে অভিনেত্রীর হেঁয়ালি, ‘ইন্ডাস্ট্রিতে অন্তত একজন নায়িকা সিঙ্গেল থাক না। জোর করে বিয়ে, বাচ্চা—এসব দরকার নাই তো।’
এরপর সিরিয়াস। নায়িকা বললেন, ‘আমি যা করি, বুঝেশুনেই করি। রনির সঙ্গে আমার সব সময়ই যোগাযোগ আছে। সারা জীবনই বন্ধুর মতো সম্পর্ক থাকবে। বিয়ে না করার সিদ্ধান্তটি দুজনের বোঝাপড়াতেই হয়েছে। হুটকরে কোনও কিছু করা ঠিক না।’
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।