মির্জা ফখরুলের বাসায় গণতন্ত্র মঞ্চের নেতারা
১৮ ডিসে ২০২২, ০১:৩৭ অপরাহ্ণ

ডেস্ক নিউজ: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রী রাহাত আরা বেগমের সঙ্গে আলাপ করেন গণতন্ত্র মঞ্চের নেতারা
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় গেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। রবিবার (১৮ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে রাজধানীর উত্তরায় মির্জা ফখরুলের বাসভবনে যান মঞ্চের সিনিয়র নেতারা। এসময় তাদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রবিবার গণতন্ত্র মঞ্চের নেতারা মহাসচিবের স্ত্রীকে সহমর্মিতা জানানোর জন্য তার বাসায় যান। সেখানে উপস্থিত ছিলেন মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জোনায়েদ সাকি, হাসনাত কাইয়ুম, শহীদউদ্দিন মাহমুদ স্বপন, শহিদুল্লাহ কায়সার, রাশেদ খান।
এছাড়া বিকালে ১১টি রাজনৈতিক দলের নেতারাও মির্জা ফখরুলের বাসায় যান বলে জানান শায়রুল কবির খান। সেখানে মোস্তফা জামাল হায়দার, সৈয়দ মোহাম্মদ ইবরাহিম, সৈয়দ এহসানুল হুদা, শাহাদাত হোসেন সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।