নাসেক নাসেক অনিমেষের সিনেমায় অভিষেক
১০ জানু ২০২৩, ১২:৫০ অপরাহ্ণ

ডেস্ক নিউজ: বলা যায় গত বছরে সংগীতাঙ্গনের অন্যতম আবিষ্কার অনিমেষ রায়। ‘নাসেক নাসেক’ নামের অচেনা ভাষার এক গান দিয়ে যিনি মাতিয়ে দিলেন হ্যামিলনের বাঁশিওয়ালার মতো। এখনও চলছে তাকে ঘিরে সেই উন্মাদনা।
কোক স্টুডিও বাংলা’র এই গানের পর অনিমেষ এবার নাম লেখালেন সিনেমায়। অভিনয় নয়, প্রথমবার করলেন প্লেব্যাক। সোহেল রানা বয়াতির নির্মাণাধীন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নয়া মানুষ’-এর জন্য তিনি গাইলেন ‘সোনার মন’ শিরোনামে একটি গান। সুজন হাজংয়ের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক ইমন চৌধুরী।