নতুন অধ্যায়ে পূর্ণিমা

Daily Ajker Sylhet

newsup

২০ জানু ২০২৩, ১১:০৯ পূর্বাহ্ণ


নতুন অধ্যায়ে পূর্ণিমা

ডেস্ক রিপোর্ট: লম্বা বিরতি ও বিয়ের ছুটি কাটিয়ে দারুণ চমক নিয়ে হাজির হলেন নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। প্রথমবার যুক্ত হলেন ওটিটি অধ্যায়ে। শুটিং শুরু করেছেন ‘হোটেল রিল্যাক্স’ নামের একটি ওয়েব সিরিজের। এটি নির্মাণ করছেন কাজল আরেফিন অমি।

কাজটি প্রসঙ্গে নির্মাতা আগেই বলেছেন, ‘প্রথমবার ওয়েব সিরিজ বানাচ্ছি। যার মাধ্যমে আমি দর্শকদের ভরপুর বিনোদন দিতে চাই। আমাদের দর্শক নিয়মিত থ্রিলারসহ অনেক গল্পের ওয়েব সিরিজ দেখেছেন, তবে আমি যেটা বানাচ্ছি এ ধরনের গল্প আগে দেখেনি কেউ।’

এবার সেই সিরিজের কাজ শুরু করেছেন অমি। রাজধানীর পুরান ঢাকায় চলছে এর শুটিং। চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত। ছয় পর্বের এই ‘হোটেল রিলাক্স’-এ চিত্রনায়িকা পূর্ণিমাকে দেখা যাচ্ছে পুলিশের ভূমিকায়।

নায়িকা কাজটি প্রসঙ্গে বলেন, ‘প্রথমবার ওয়েব সিরিজে কাজ করছি। অমি যে গল্পটি বলতে চাইছেন, আমার মনে হয়েছে এটি অন্য আট দশটি গল্পের চেয়ে একটু আলাদা। আমার চরিত্রটিও ভিন্ন। শিগগিরই একটি ওটিটি প্ল্যাটফর্মে ‘হোটেল রিল্যাক্স’ মুক্তি পেতে যাচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।