ইউক্রেনকে সাড়ে চার হাজার কোটির সামরিক সহায়তা দিচ্ছে ফিনল্যান্ড

Daily Ajker Sylhet

newsup

২০ জানু ২০২৩, ১১:১৮ পূর্বাহ্ণ


ইউক্রেনকে সাড়ে চার হাজার কোটির সামরিক সহায়তা দিচ্ছে ফিনল্যান্ড

লন্ডন অফিস: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে ৪৩৪ মিলিয়ন ডলারের সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে ফিনল্যান্ড। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় চার হাজার ৫০৫ কোটি ৩৫ লাখ ৪০ হাজার টাকা। এই প্যাকেজে ভারী কামান ও যুদ্ধাস্ত্র থাকলেও কোনও লেপার্ড ট্যাংক নেই। শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

এক বিবৃতিতে বিষয়টি নিয়ে কথা বলেছেন ফিনল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী মিকো সাভোলা। তিনি বলেন, ‘ইউক্রেনকে তার ভূখণ্ড রক্ষায় সমর্থন দেওয়ার প্রয়োজন রয়েছে।’

এর আগে ইউক্রেনে আরও ১১ দফায় সহায়তা দিয়েছে ফিনল্যান্ড। তবে এখন পর্যন্ত কিয়েভের জন্য এটিই দেশটির সবচেয়ে বড় সহায়তা প্যাকেজ। আগের ১১ দফা সহায়তায় তহবিলের পরিমাণ ছিল ২০৫ মিলিয়ন ডলার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।