ডেস্ক নিউজ: বিপিএলে বিদেশিদের সঙ্গে সমান তালে লড়াই করছেন স্থানীয় ক্রিকেটাররা। শীর্ষ পাঁচ সেরা রান সংগ্রাহকের তালিকাতে আছেন তিন বাংলাদেশি। এই তিন জনের মধ্য অন্যতম নাসির হোসেন। উশৃঙ্খল জীবনযাপন, ইনজুরি, অফফর্ম– সবকিছু মিলিয়ে নাসির ছিলেন অন্ধকারে। বিপিএল তাকে আলোতে নিয়ে আসলো। ঢাকা ডমিনেটরস দল হিসেবে ভালো না করলেও অধিনায়ক নাসিরের সময়টা যাচ্ছে দুর্দান্ত। ৬ ম্যাচে ২৬৯ রান করে শীর্ষ রান সংগ্রাহকের তালিকার দুই নম্বরে এই স্পিনিং অলরাউন্ডার। নাসিরের এমন পারফরম্যান্সের পর নির্বাচকরাও তাকে নজরে রাখছেন।
৩৬*, ৪৪, ৩০, ৩৯, ৬৬* ও ৫৪* বিপিএলে নাসিরের রান। প্রতি ম্যাচে নিজেকে ছাড়িয়ে যাওয়ার মিশনে নামা নাসির বেশ ভালোভাবেই সফল হচ্ছেন। ১৩১.২১ স্ট্রাইক রেটে ৮৯.৬৬ গড়ে নাসির করেছেন ২৬৯ রান। শুধু ব্যাট হাতেই নন, বল হাতে নিয়েছেন ৯ উইকেট।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।