সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় জার্মানির নিন্দা - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ২:৪৬, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় জার্মানির নিন্দা

newsup
প্রকাশিত জানুয়ারি ২৪, ২০২৩
সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় জার্মানির নিন্দা

লন্ডন প্রতিনিধি: সুইডেনের রাজধানী স্টকহোমে পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পোড়ানোর ঘটনায় সোমবার (২৩ জানুয়ারি) নিন্দা জানিয়েছে জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়। এক প্রতিবেদনে জানিয়েছে তুর্কিভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

মন্ত্রণালয়ের মুখপাত্র ক্রিস্টিয়ান ওয়াগনার রাজধানী বার্লিনে সোমবার সংবামাধ্যমকে বলেন, আমরা জার্মানি এমন কর্মের তীব্র নিন্দা জানাচ্ছি। এই কাজটি ছিল অসম্মানজনক। এ ধরনের উস্কানি বিভাজন উস্কে দেওয়ার উদ্দেশ্যে করা হয়।

স্টকহোমে তুরস্কের দূতাবাসের সামনে কোরআন পোড়ানোর কাজটি পরিচালনা করেন ড্যানিশ উগ্র ডানপন্থী রাজনৈতিক দল হার্ড লাইনের নেতা রাসমুস পালুদান। এর আগে গত বছরের এপ্রিলেও পবিত্র রমজান মাসে পালুদানের কোরআন পোড়ানোর ঘোষণাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। সর্বশেষ শনিবার (২১ জানুয়ারি) পুলিশি নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই সে স্টকহোমে তুরস্কের দূতাবাসের সামনে একটি লাইটার দিয়ে কোরআন শরিফে অগ্নিসংযোগ করে পালুদান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।