কেমুসাসের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ সিলেটের সাহিত্য-সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার প্রত্যয় - BANGLANEWSUS.COM
  • ৩রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

 

কেমুসাসের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ সিলেটের সাহিত্য-সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার প্রত্যয়

newsup
প্রকাশিত জানুয়ারি ৩০, ২০২৩
কেমুসাসের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ  সিলেটের সাহিত্য-সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার প্রত্যয়

ডেস্ক রিপোর্টঃ দেশের প্রাচীনতম সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের (কেমুসাস) ২০২৩-২০২৪ সেশনে নির্বাচিত কার্যকরী কমিটি দায়িত্ব গ্রহণ করেছে।

সোমবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর দরগাহ গেইটের কেমুসাস কার্যালয়ে সাহিত্য সংসদের বিদায়ী ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান চৌধুরী ও নবাগত সভাপতি এম.এ.করিম চৌধুরীসহ সংসদের কর্মকর্তাদের উপস্থিতিতে নবনির্বাচিত সাধারণ সম্পাদক সৈয়দ মুমিন আহমদ মবনুর কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী সাধারণ সম্পাদক আবদুল হামিদ মানিক। এ সময় দায়িত্ব হস্তান্তর খাতায় দুই সাধারণ সম্পাদকের স্বাক্ষরের মাধ্যমে হস্তাস্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

বিদায়ী সাধারণ সম্পাদক আবদুল হামিদ মানিক দায়িত্ব পালনে সহযোগিতার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, আমরা যারা চলে যাচ্ছি, তারা একেবারে চলে যাচ্ছি না। আমরা এখানে ছিলাম এবং থাকব। সাহিত্য সংসদে সকলের আসা-যাওয়া অব্যহত থাকবে।

দায়িত্ব গ্রহণ শেষে বিদায়ী কার্যকরী কমিটির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নবনির্বাচিত সাধারণ সম্পাদক সৈয়দ মুমিন আহমদ মবনু বলেন, বিগত কমিটিসহ আমাদের পূর্বসূরীরা কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদকে এগিয়ে নেওয়ার যে প্রচেষ্টা চালিয়েছেন, সকলের সহযোগিতায় অনুরূপ প্রচেষ্টা চালিয়ে এ প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আহমেদ নূর, আফতাব চৌধুরী, দেওয়ান এএইচ মাহমুদ রাজা চৌধুরী, সেলিম আউয়াল, এডভোকেট আবদুস সাদেক লিপন, রেজওয়ান আহমদ, সৈয়দ মোহাম্মদ তাহের, ইছমত হানিফা চৌধুরী, জাহেদুর রহমান চৌধুরী, প্রিন্স সদরুজ্জামান চৌধুরী, মাহবুব হোসেন, এডভোকেট আবদুল মুকিত অপি, ফায়যুর রাহমান, কামরুল আলম ও মুহাম্মদ ইমদাদুল হক নোমানী। প্রেস বিজ্ঞপ্তি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।