নাস্তিক্যবাদ ও বাতিল মতবাদের বিরুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করে দ্বীনি কাজকে এগিয়ে নিতে হবে তালামীযে ইসলামিয়ার মতবিনিময় সভায় বক্তারা – BANGLANEWSUS.COM
  • ২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

 

নাস্তিক্যবাদ ও বাতিল মতবাদের বিরুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করে দ্বীনি কাজকে এগিয়ে নিতে হবে তালামীযে ইসলামিয়ার মতবিনিময় সভায় বক্তারা

newsup
প্রকাশিত জানুয়ারি ৩১, ২০২৩
নাস্তিক্যবাদ ও বাতিল মতবাদের বিরুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করে দ্বীনি কাজকে এগিয়ে নিতে হবে  তালামীযে ইসলামিয়ার মতবিনিময় সভায় বক্তারা

বিশেষ প্রতিবেদক : গত ৩০ জানুয়ারি ২০২৩, সোমবার, বাদ যুহর, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার উদ্যোগে সংগঠনের সাবেক কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে ইসলাম অত্যন্ত ক্রান্তিকাল অতিক্রম করছে। দুনিয়ার দিকে দিকে মুসলমানগণ নির্যাতন-নিপীড়নের পাশাপাশি নানামুখী ফিতনার সম্মুখীন হচ্ছে। নানা বাতিল আকীদা-বিশ্বাস সমাজে ছড়ানো হচ্ছে। নানা কৌশলে ঈমান হরণের অপচেষ্টা চলছে। অথচ একজন মুসলমানের ইহ ও পরকালীন সফলতার প্রধান শর্ত হচ্ছে বিশুদ্ধ আকীদা-বিশ্বাস। তাই বিশুদ্ধ আকীদা-বিশ্বাস প্রচার-প্রসারের সাথে সাথে বাতিল মতবাদের বিরুদ্ধে কাজ করে যেতে হবে। নাস্তিক্যবাদীরা এদেশে নানা কৌশলে ইসলামবিরোধী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য তালামীযে ইসলামিয়া সর্বদা প্রস্তুত রয়েছে।

বক্তারা আরও বলেন, শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) বাতিল আকীদা-বিশ্বাস থেকে ছাত্রসমাজকে বাঁচিয়ে রাখার নিমিত্তে তালামীযে ইসলামিয়া প্রতিষ্ঠা করেছেন। তাঁর চেতনা ও আদর্শ লালন করে আমাদের এগিয়ে যেতে হবে। সমাজের সর্বস্তরে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বোচ্চ ত্যাগ ও কুরবানীর মানসিকতা অর্জন করতে হবে।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনজুরুল করিম মহসিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সাবেক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা ড. মঈনুল ইসলাম পারভেজ, মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবু সালেহ মো. কুতবুল আলম, সংগঠনের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আতাউর রহমান, সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা নজীর আহমদ হেলাল, মুফতি মাওলানা বেলাল আহমদ, মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী, সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মুহা. শরীফ উদ্দিন, সাবেক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ উসমান গণি।

নগরীর একটি অভিজাত রেষ্টুরেন্টে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- সংগঠনের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা হুমায়ূনুর রহমান লেখন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. জাহেদুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক হোসাইন মোহাম্মদ বাবু, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এস এম মনোয়ার হোসেন, সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কাজী আব্দুস সামাদ আজাদ, অর্থ সম্পাদক সুলাইমান আহমদ চৌধুরী, অফিস সম্পাদক কাওছার হামিদ সাজু, সহ অফিস সম্পাদক মারুফ আহমদ, মো. ইমাদ উদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক কবির আহমদ, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আতিকুর রহমান সাকের, স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক রেদওয়ান রাশেদ, সিলেট পূর্ব জেলার সভাপতি মো. ইসলাম উদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় সদস্য আবু সাইদ বখত নিয়াজী, হবিগঞ্জ জেলা সভাপতি মো. ছাদেকুর রহমান, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার সভাপতি সাইফুল্লাহ বিন নামর, মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক নাসির খান, সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক আবু হেনা ইয়াসিন, সিলেট মহানগরীর সাংগঠনিক সম্পাদক এম. শামছ উদ্দিন প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।