লন্ডন প্রতিনিধি: ইউক্রেনকে ৮৮টি লেপার্ড ১ ট্যাংক দেওয়ার অনুমোদন দিয়েছে জার্মান সরকার। একটি বেসরকারি অস্ত্র নির্মাতার কাছ থেকে পুরনো এই ট্যাংকগুলো কিয়েভকে দেওয়া হবে। শুক্রবার জার্মান সরকারের এক মুখপাত্র এই তথ্য জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো এ খবর জানিয়েছে।
জার্মান সরকারের মুখপাত্র স্টিফেন হেবেস্ট্রেইট এক প্রেস ব্রিফিংয়ে নির্দিষ্ট সংখ্যা উল্লেখ না করে বলেছেন, আমি নিশ্চিত করছি ইউক্রেনে লেপার্ড ১ ট্যাংক রফতানির অনুমতি দেওয়া হয়েছে।
এর আগে শুক্রবার জার্মান সংবাদমাধ্যম সুদডয়চে জাইতুং এক প্রতিবেদনে জানিয়েছিল, জার্মান অস্ত্র নির্মাতা রেইনমেটালের পক্ষ থেকে কিয়েভের কাছে ৮৮টি পুরনো লেপার্ড ট্যাংক বিক্রির অনুমোদন দিয়েছে সরকার। এগুলো মেরামত শেষে কিয়েভের কাছে হস্তান্তর করা হবে। মেরামতে ব্যয় হবে ১০০ মিলিয়ন ইউরো।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।