লন্ডন প্রতিনিধি: পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ বলেছেন, ইউক্রেন যুদ্ধের কারণে জোটের মিত্রদের গোলাবারুদের মজুদ কমে যাচ্ছে। মঙ্গলবার ন্যাটো প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকের মূল মনযোগ থাকবে মজুত বাড়ানো এবং প্রতিরক্ষা শিল্পের সামর্থ্য বৃদ্ধি। সোমবার তিনি এই মন্তব্য করেছেন।
ন্যাটো মহাসচিব বলেন, বর্তমানে ইউক্রেনে গোলাবারুদ ব্যবহার উৎপাদনের চেয়ে কয়েকগুণ বেশি।
উদাহরণ তুলে ধরে মহাসচিব বলেন, বড় ক্যালিবার গোলাবারুদের জন্য অপেক্ষা ১২ থেকে ২৮ মাস হয়েছে। আজ যে অর্ডার গ্রহণ করা হবে সেগুলো সরবরাহ করা হবে দুই বা আড়াই বছর পর।
গোলাবারুদের মজুত কমেছে উল্লেখ মহাসচিব আরও বলেছেন, আমাদের উৎপাদন ও উৎপাদনের সামর্থ্য বৃদ্ধি করতে হবে।
তবে ইউক্রেনকে সহযোগিতায় ন্যাটোর প্রতিশ্রুতি বাস্তবায়নের ক্ষেত্রে গোলাবারুদের মজুত কমে যাওয়া কোনও উদ্বেগ তৈরি করতে পারেনি।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।