দ্বিতীয় দিনেও আয়ারল্যান্ডের দাপট - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৮:২২, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


 

দ্বিতীয় দিনেও আয়ারল্যান্ডের দাপট

newsup
প্রকাশিত এপ্রিল ২৫, ২০২৩
দ্বিতীয় দিনেও আয়ারল্যান্ডের দাপট

স্পোর্টস ডেস্ক:পল স্টার্লিং ও কার্টিস ক্যাম্ফারের প্রথম টেস্ট সেঞ্চুরিতে মঙ্গলবার চা বিরতির ঠিক আগে ৪৯২ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। তাদের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ রান করার পর শ্রীলঙ্কাকে আটকে দেওয়ার লক্ষ্যে মাঠে নামে আইরিশরা। বোলিংয়ে অবশ্য কোনও স্বস্তির খবর নেই। কোনও উইকেট না হারিয়ে ৮১ রানে দিন শেষ করেছে স্বাগতিক শ্রীলঙ্কা। এখনও তারা ৪১১ রানে পিছিয়ে। দিমুথ করুণারত্নে ৩৯ ও নিশান মাদুশকা ৪১ রানে অপরাজিত আছেন।

৪ উইকেটে ৩১৯ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করে আয়ারল্যান্ড। ৭৮ রানে লরকান টাকার ও ২৭ রানে ক্যাম্ফার ছিলেন অপরাজিত। আর দুটি রান করে দিনের চতু্র্থ বলে বিদায় নেন টাকার (৮০)। আগের দিন ৭৪ রানে রিটায়ার্ড হার্ট হওয়া স্টার্লিং নামেন মাঠে। লাঞ্চের আগেই ১৭৪ বলে ৯ চার ও ৪ ছয়ে প্রথম সেঞ্চুরি করেন তিনি। ডিপ পয়েন্ট দিয়ে আসিথা ফার্নান্দোকে ছক্কা মেরে টেস্ট শতক হাঁকান স্টার্লিং, তাতে করে তিন ফরম্যাটের সবগুলোতে সেঞ্চুরির কীর্তি গড়েন। অবশ্য আর ৭ বল ক্রিজে ছিলেন, ১০৩ রান করে আসিথারই শিকার হন স্টার্লিং। ক্যাম্ফারের সঙ্গে ৬৪ রানের জুটি ভেঙে যায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।