১২ বন্ধুকে হত্যার অভিযোগে থাই নারী গ্রেফতার
২৭ এপ্রি ২০২৩, ০১:৩৩ অপরাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইন্টারন্যাশনাল ডেস্ক: থাইল্যান্ডে সায়ানাইড বিষপ্রয়োগে ১২ জন বন্ধু ও পরিচিতদের হত্যার অভিযোগে এক নারীকে গ্রেফতার করা হয়েছে। সম্প্রতি তার এক বন্ধুর মৃত্যুর তদন্তের সূত্র ধরে মঙ্গলবার ব্যাংকক থেকে সারারাট রংসিউথাপর্ন নামের নারীকে গ্রেফতার করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
চলতি মাসে সারারাটের সঙ্গে ভ্রমণে গিয়ে সিরিপর্ন খানওংয়ের মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের পরিবার সারারাটের ওপর সন্দেহ প্রকাশ করে।
তদন্তের পর পুলিশ বলেছে, তারা মনে করে একজন সাবেক প্রেমিকসহ ১২ জনকে হত্যা করেছেন সারারাট। আর্থিক কারণে এসব হত্যাকাণ্ড ঘটিয়েছেন সারারাট। কর্তৃপক্ষ তাকে জামিন দেয়নি।
দুই সপ্তাহ আগে সিরিপর্নের সঙ্গে ব্যাংককের পশ্চিমে রাচাবুরি প্রদেশে গিয়েছিলেন অভিযুক্ত নারী। যেখানে তিনি ও তার বন্ধুতারা একটি নদীর তীরে ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। কিছুক্ষণ পরে তার বন্ধু সিরিপর্ন নদী তীরে পড়ে যান এবং মৃত্যু হয়।
ময়নাতদন্তের সময় সিরিপর্নের শরীরে সায়ানাইডের উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। মরদেহ উদ্ধারের সময় তার ফোন, টাকা ও ব্যাগ ছিল না।
পুলিশ বলছে, অপর ১১জনকে সারারাট সায়ানাইড বিষপ্রয়োগে হত্যা করেছেন। ২০২০ সালে তিনি হত্যা শুরু করেন। নিহতদের সবাইকে এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। তবে হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের মধ্যে তার একজন সাবেক প্রেমিক ও দুজন নারী পুলিশ কর্মকর্তার নাম প্রকাশ করেছে।