অনুপ্রাণিত বাংলাদেশের দ্রুততম মানব - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৯:৪৬, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

অনুপ্রাণিত বাংলাদেশের দ্রুততম মানব

newsup
প্রকাশিত মে ১১, ২০২৩
অনুপ্রাণিত বাংলাদেশের দ্রুততম মানব

ডেস্ক নিউজ: লন্ডনবাসীর মতোই বড় হয়েছেন ইমরানুর। শৈশবে প্রচলিত সব খেলাধুলায় মেতে থাকলেও শেষ পর্যন্ত নিজের ক্যারিয়ার গড়েছেন অ্যাথলেটিকসে। লন্ডনে জন্ম ও বেড়ে ওঠা সেই ইমরানুরই এখন বাংলাদেশের দ্রুততম মানব। শুধু কী তাই? এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ৬০ মিটার স্প্রিন্টে সেরা হয়ে ইতিহাসের জন্ম দিয়েছেন। দেশকে করেছেন গর্বিত। সেই দ্রুততম মানবের অনেক দিনের ইচ্ছা সাকিব আল হাসান-তামিম ইকবালদের সান্নিধ্যে আসার। লন্ডনবাসী হওয়ায় এবার সেই সুযোগ এসেছে ইংল্যান্ডের চেমসফোর্ডে।

সবাই জানে সেখানে বাংলাদেশ আয়ারল্যান্ডের সঙ্গে ওয়ানডে সিরিজ খেলতে গেছে। ইমরানুর তাই সাকিব-তামিমদের এক ঝলক দেখার সুযোগটি আর হাতছাড়া করবেন কেন? শেফিল্ড থেকে এসে প্রথম ওয়ানডের আগে তাদের সঙ্গে দেখা করে অনুপ্রেরণা পেয়েছেন এই ২৯ বছর বয়সী অ্যাথলেট।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।