ডেস্ক নিউজ: ইন্টারনেটের সেবার মানোন্নয়নে ইন্টারনেট প্রটোকল ভার্সন (আইপিভি) ৪ থেকে ৬-এ রাউটিংয়ের ক্ষেত্রে বাংলাদেশকে কারিগরি সহযোগিতার আশ্বাস দিয়েছে এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার (এপনিক)।
বুধবার (১০ মে) ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আশ্বাস দেন এপনিক’র মহাপরিচালক পল উইলসন। সাক্ষাতকালে পল উইলসন আইপিভি-৬ বাস্তবায়নে সম্ভাব্য সব ধরনের কারিগরি সহযোগিতা দেওয়ার আগ্রহ ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ প্রসারের প্রয়োজনীয়তা, উন্নত গ্রাহকসেবাসহ দেশে ডিজিটাল সংযুক্তির মহাসড়ক বিনির্মাণের সুফল বিষয়ে মতমিনিময় হয়।
পল উইলসনকে দেশের ডিজিটাল সংযুক্তির অগ্রগতির বিস্তারিত তুলে ধরে মন্ত্রী বলেন, ‘আইপিভি ৬ বাস্তবায়নে পরিকল্পনা মাফিক কাজ চলছে। একইসঙ্গে আইপিভি-৪ ও আইপিভি-৬ সমর্থিত রাউটার আমদানিতে বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। জি প্রযুক্তি চালু করেছি।’
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।