ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যখন আমাদের পাল্টা আক্রমণ শুরু হবে তখন তা টের পাবে রাশিয়া। রবিবার জি-৭ সম্মেলনে জাপানের হিরোশিমায় তিনি এই মন্তব্য করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
বিবিসি’র সাংবাদিক টেসা ওং জেলেনস্কির কাছে জানতে চেয়েছিলেন, কবে রুশবিরোধী পাল্টা আক্রমণ শুরু করবে ইউক্রেন। জবাবে সরাসরি কোনও জবাব না দিয়ে তিনি এই মন্তব্য করেছেন।
পূর্বাঞ্চলীয় বাখমুত দখল নিয়ে মিশ্র বার্তা দেওয়ার এক দিন পর জেলেনস্কি বলেছেন, শহরটিতে ইউক্রেনীয় সেনারা গুরুত্বপূর্ণ অভিযানে রয়েছে। এই অভিযানের বিস্তারিত না জানালেও তিনি দাবি করেছেন, আজ পর্যন্ত রাশিয়া বাখমুত দখল করতে পারেনি।
জি-৭ সম্মেলনে নতুন অস্ত্র সরবরাহের প্রতিশ্রুতির বিষয়ে ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেছেন, এসব অস্ত্র উন্নতমানের এবং সবাই এগুলো পাঠাবে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।