৭ মিনিটের অভিবাদন - BANGLANEWSUS.COM
  • ২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ

 

৭ মিনিটের অভিবাদন

newsup
প্রকাশিত মে ২৫, ২০২৩
৭ মিনিটের অভিবাদন

ডেস্ক রিপোর্ট: প্রথমবার কান চলচ্চিত্র উৎসবে এলেন বলিউড অভিনেত্রী সানি লিওনি। গত ১৬ মে এই আয়োজন শুরু হলেও ২২ মে সাগরপাড়ের শহরে পা রেখেছেন তিনি। নিজের নতুন সিনেমা ‘কেনেডি’র প্রচার করাই উদ্দেশ্য। উৎসবের অফিসিয়াল সিলেকশনে স্পেশাল স্ক্রিনিং বিভাগে রয়েছে এটি।

সানি লিওনিকে নিয়ে ‘কেনেডি’ পরিচালনা করেছেন ভারতের প্রখ্যাত নির্মাতা অনুরাগ কাশ্যপ। বুধবার দিবাগত রাত সোয়া ১২টায় (২৫ মে) পালে ভবনের প্রধান সিনেপ্লেক্স গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। এতে উপস্থিত ছিলেন অনুরাগ-সানিসহ ‘কেনেডি’র কলাকুশলীরা।
ছবিটির প্রদর্শনী শেষ হয় রাত পৌনে ৩টার দিকে। এরপরই মূলত প্রকাশিত হয় দর্শক মুগ্ধতা। টানা ৭ মিনিট স্ট্যান্ডিং ওভেশন (দাঁড়িয়ে করতালির মাধ্যমে অভিবাদন) পেয়েছেন সানি লিওনি-অনুরাগরা।

৭৬তম কানে এর আগে সর্বোচ্চ ৯ মিনিটের স্ট্যান্ডিং ওভেশন পেয়েছে লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত মার্টিন স্করসেসির ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’। সেই হিসাবে এরপরই করতালির বিবেচনায় জায়গা করে নিলো সানি লিওনির ‘কেনেডি’। বলা যায়, কানে এসে ওপেনিংয়ে ছক্কা হাঁকালেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।