স্পোর্টস ডেস্ক: বর্ণবাদের শিকার হওয়ার পর লা লিগা কর্তৃপক্ষের সমালোচনা করেছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। বলেছিলেন, ‘ব্রাজিলে স্পেনের পরিচয় বর্ণাবাদী দেশ হিসেবে।’ এমন মন্তব্যে উল্টো রিয়াল মাদ্রিদের এই ব্রাজিলিয়ান উইঙ্গারের সমালোচনায় মুখর ছিলেন লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস। বিষয়টি নিয়ে তুমুল বিতর্ক হওয়ায় নিজের করা টুইট নিয়ে ক্ষমা চেয়েছেন লা লিগা সভাপতি। তিনি বরং বলেছেন, তার টুইটকে ভুল ভাবে উপস্থাপন করা হয়েছে।
তেবাস ইএসপিএন ব্রাজিলকে বলেছেন, ‘আমার পুরো টিমকে এটাই বলি, যখন লোকজন বা তাদের একটা বড় অংশ কোনও বার্তা নির্দিষ্ট দিকে ইঙ্গিতবহ মনে করে, তখন তাদের এই ধারণাটাই ঠিক। সেক্ষেত্রে আমি দুঃখপ্রকাশ করছি। কারণ আমার বার্তাটা মানুষ ঠিকমতো বুঝতে পারেনি। বিশেষ করে ব্রাজিলে।’
তিনি আরও বলেছেন, ‘আমাকে ক্ষমা চাইতে হবে। কারণ যে উদ্দেশ্য নিয়ে লিখেছি; তার গুরুত্বপূর্ণ অংশটা কেউ বোঝেনি। আর সেটা হয়েছে ব্রাজিলে।’
তেবাসের দাবি কোনও অর্থেই ভিনিসিয়ুসকে আক্রমণ করার ইচ্ছা তার ছিল না, ‘আমার তাকে আক্রমণ করার কোনও ইচ্ছা ছিল না। শুধু এটা পরিষ্কার করতে চেয়েছি যে এক মাস আগেই লা লিগার পদক্ষেপের সমর্থনে সে ভিডিও বানিয়েছিল।’
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।