সিলেটের উন্নয়নে নিজেকে উৎসর্গ করেছি: মাওলানা মাহমুদুল হাসান - BANGLANEWSUS.COM
  • ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

 

সিলেটের উন্নয়নে নিজেকে উৎসর্গ করেছি: মাওলানা মাহমুদুল হাসান

newsup
প্রকাশিত জুন ২, ২০২৩
সিলেটের উন্নয়নে নিজেকে উৎসর্গ করেছি: মাওলানা মাহমুদুল হাসান

শরীফ গাজী সিলেট : সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি প্রতীক পেয়েই আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন।

প্রতীক বরাদ্দের পরপরই তিনি শুক্রবার (২ জুন) সকাল সাড়ে ১০টায় প্রতীক বরাদ্দ পেয়েই প্রচারের মাঠে ঝাঁপিয়ে পড়েছেন। প্রতীক পেয়ে প্রথমেই নিজের বাড়ি সোনার পাড়ায় নেতাকর্মী ও এলাকার জনসাধারণকে সাথে নিয়ে প্রচার মিছিল করেন।
এসময় তিনি বলেন সিলেট শহরকে উন্নয়নের উচ্চশিখরে নিয়ে যেতে আমি অঙ্গীকারবদ্ধ। সিলেটের উন্নয়নে নিজেকে উৎসর্গ করেছি। আমি যদি আপনাদের দোয়া ও সহযোগিতায় মেয়র নির্বাচিত হই তাহলে সিলেটের উন্নয়নে জীবন বাজি রেখে কাজ করে যাবো ইনশাআল্লাহ। এরপর তিনি সোনার পাড়া কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসল্লীদের কাছে দোয়া চান। তারপর এলাকার জনসাধারণকে সাথে নিয়ে আবারও প্রচার মিছিলে নেমে পড়েন। মিছিলটি সোনার পাড়া থেকে উপশহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি আলহাজ্ব নজির আহমদ, সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ আমীর উদ্দিন, মহানগর সহ-সভাপতি ডাক্তার রিয়াজুল ইসলাম রিয়াজ, জেলা সেক্রেটারি হাফেজ মাওলানা ইমাদ উদ্দিন, জয়েন্ট সেক্রেটারি মুফতি মুহাম্মদ আবু তাহের মিসবাহ, আলহাজ ইসহাক আহমদ, আব্দুল ওয়াহিদ প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।