ডেস্ক রিপোর্ট:আফরান নিশোর সিনেমা অভিষেকের পূর্বাভাস বেশ পুরনো। সেই সূত্রে এরমধ্যে দেখা মিলেছে ‘সুড়ঙ্গ’ সিনেমায় তার লুক ও ঝলক। যা দেখে অপূর্ব-ভক্তরাও নাকি মুগ্ধ হয়েছে! ১০ মে টিজার প্রকাশের পর এমনটাই বলাবলি করছে অনেকে।
তবে সেসব ছাপিয়ে সোমবার ভয়ংকর পূর্বাভাস দিলেন আফরান নিশো। প্রকাশ হলো ছবিটির অফিসিয়াল ফোরটেস্ট। যার বাংলা হলো আনুষ্ঠানিক পূর্বাভাস। ১ মিনিট ২১ সেকেন্ডের এই পূর্বাভাসে নানারূপে দেখা মিলেছে নিশোকে। বিশেষ করে টিজারে শুধু সুড়ঙ্গে সীমাবদ্ধ থাকলেও চরিত্রটি এবার ছড়িয়েছে নানাদিকে। যাতে দেখা গেছে কখনও ইলেকট্রিশিয়ান, কখনও জেলখানার কয়েদি, কখনও আবার প্রেমিকরূপে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।