ইন্টারন্যাশনাল ডেস্ক: শত শত কিয়েভপন্থি সেনাকে হত্যার দাবি করেছে রুশ বাহিনী। দক্ষিণ ইউক্রেনীয় অঞ্চল ডনেস্কে সোমবার অন্তত ৫টি ইউক্রেনীয় হামলা প্রতিহত করার কথাও জানিয়েছে মস্কো। এই হামলাগুলো ইউক্রেনের পাল্টা আক্রমণের অংশ কিনা তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হওয়া যায়নি। যুদ্ধে রাশিয়ার দখলে যাওয়া অঞ্চগুলো পুনরুদ্ধার করার জন্য পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইউক্রেনীয় সেনারা।
প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে জানায়, ৪ জুন সকালে শত্রুরা দক্ষিণ ডনেস্কের পাঁচটি সেক্টরে বড় পরিসরে আক্রমণ শুরু করে। তবে তারা এতে সফল হয়নি।
রুশ বাহিনী বলছে, ২৫০ ইউক্রেনীয় সেনাকে হত্যার পাশাপাশি ১৬টি ট্যাংক, তিনটি পদাতিক যুদ্ধের যান এবং ২১টি সাঁজোয়া যুদ্ধ যান ধ্বংস করা হয়েছে।
রয়টার্স তাৎক্ষণিকভাবে রুশ বিবৃতি যাচাই করতে পারেনি। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বা সামরিক বাহিনীও তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়নি।
ইউক্রেনের জেনারেল স্টাফের দৈনিক প্রতিবেদনে বলা হয়েছে, ডনেস্ক এবং লুহানস্ক অঞ্চলে ২৯টি যুদ্ধ সংগঠিত হয়েছে। রুশ মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেন যে এলাকায় হামলা চালিয়েছে সে এলাকায় মস্কোর সামরিক অভিযানের দায়িত্বে থাকা চিফ অব দ্য জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভ উপস্থিত ছিলেন।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।