ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সাইবার জগতে হামলার হুমকি দিয়েছে হ্যাকারদের একটি দল। হুমকি পেয়ে সরকারের আইসিটি বিভাগের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (বিজিডি ই-গভ সার্ট) সতর্কতা জারি করেছে। শুক্রবার (৪ আগস্ট) বিজিডি ই-গভ সার্ট থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজিডি ই-গভ সার্ট প্রকল্পের পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত ৩১ জুলাই হ্যাকাররা জানিয়েছে, আগামী ১৫ আগস্ট বাংলাদেশের সাইবার জগতে বড় ধরনের আক্রমণ হবে। হুমকিদাতা হ্যাকাররা নিজেদের ভারতীয় বলে দাবি করেছে।’
বিজিডি ই-গভ সার্ট জানায়, বাংলাদেশকে টার্গেট করে এর আগে গত ১ আগস্ট সাইবার হামলা চালানো হয়। এদিন দেশের পেমেন্ট গেটওয়ে, আইন প্রয়োগকারী সংস্থা এবং ব্যাংক খাতে একটি সাইবার আক্রমণ চালায় হ্যাকার দল। তারও আগে গত ৩ জুলাই একটি হ্যাকার গ্রুপ দাবি করে, তারা বাংলাদেশের পরিবহন পরিষেবার ওপর ১ ঘণ্টার জন্য ডিডস (ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অব সার্ভিস) আক্রমণ করেছিল।
এরও আগে, ২৭ জুন একদল হ্যাকার বাংলাদেশের একটি সরকারি কলেজের ওয়েবসাইটকে বিকৃত করে তাদের কাজের একটি নমুনা প্রকাশ করে। একই ধরনের কাজ করা হয় গত ২৪ জুন স্বাস্থ্য খাতের একটি প্রতিষ্ঠানের ওয়েবসাইটেও।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।