সমর্থন তুলে নিল কুকিরা - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৭:৫৫, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

সমর্থন তুলে নিল কুকিরা

newsup
প্রকাশিত আগস্ট ৮, ২০২৩
সমর্থন তুলে নিল কুকিরা

ভারত প্রতিনিধি: বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) থেকে মণিপুরে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে কুকি পিপলস অ্যালায়েন্স (কেপিএ)। ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় এই রাজ্যে হিন্দুপ্রধান মেইতেই জনগোষ্ঠীর সঙ্গে কুকিদের অব্যাহত সহিংসতার পরিপ্রেক্ষিতে বিজেপিদলীয় বীরেন সিং সরকার থেকে তারা সমর্থন প্রত্যাহার করেছে। গত তিন মাসের সহিংসতায় এ পর্যন্ত অন্তত ২০০ লোক নিহত হয়েছেন।

কেপিএর প্রধান তংমাং হাউকিপ মণিপুর রাজ্যের গভর্নরকে লেখা এক চিঠিতে বলেন, বর্তমান সহিংসতা পরিস্থিতি সতর্কভাবে বিবেচনা করে আমরা মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের নেতৃত্বাধীন বর্তমান মণিপুর সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করছি।

এর আগে কুকি নেতারা ঘোষণা দিয়েছেন, জাতিগত দাঙ্গার কারণে ২১ আগস্ট থেকে শুরু হওয়া মণিপুর রাজ্যের অধিবেশনে তাদের এবং সমমনা বিধায়কদের যোগদানের সম্ভাবনা কম।

চূড়া চাঁদপুরের বিজেপিদলীয় বিধায়ক এল এম খাউত বলেছেন, বিরাজমান আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে আসন্ন অধিবেশনে আমার পক্ষে যোগদান সম্ভব হবে না। জাতিগত দাঙ্গায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চূড়াচাঁদপুর জেলা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।