গ্রিসের তাড়া খেয়ে তুরস্কের জলসীমায় ৫৮ শরণার্থী - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৯:১৯, ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

গ্রিসের তাড়া খেয়ে তুরস্কের জলসীমায় ৫৮ শরণার্থী

newsup
প্রকাশিত আগস্ট ১৩, ২০২৩
গ্রিসের তাড়া খেয়ে তুরস্কের জলসীমায় ৫৮ শরণার্থী

লন্ডন অফিস: এজিয়ান সাগর থেকে ৫৮ শরণার্থীকে উদ্ধার করেছে তুরস্কের কোস্ট গার্ড। তাদের দাবি, গ্রিক কর্তৃপক্ষ অবৈধভাবে এসব শরণার্থীকে তুরস্কের জলসীমায় ঠেলে দিয়েছে।
তুর্কি কোস্ট গার্ড জানায়, পশ্চিম ইজমির প্রদেশের সেফেরিহিসার জেলার উপকূল থেকে শনিবার একটি রাবারের নৌকা থেকে ৪৫ অভিবাসীকে উদ্ধার করা হয়। আলাদা একটি অভিযানে প্রদেশের ডিকিলি জেলার উপকূল থেকে উদ্ধার করা হয় আরও ১৩ জনকে।

পরে তাদের অভিবাসীদের নিয়মিত প্রক্রিয়ার জন্য প্রাদেশিক অভিবাসন কর্তৃপক্ষের কাছে নিয়ে যাওয়া হয়।

তুরস্ক, ইইউ এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থাগুলো বারবার গ্রিসের অভিবাসী এবং শরণার্থীদের অন্য দেশের সীমানায় ঠেলে দেওয়ার অবৈধ চর্চার নিন্দা করেছে। তারা বলছে, এটা নারী ও শিশুসহ দুর্বল অভিবাসীদের জীবনকে বিপন্ন করে যা মানবিক মূল্যবোধ এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।