তুরস্কে পৌঁছালো ইউক্রেনের গমের দ্বিতীয় চালান - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৮:২২, ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

তুরস্কে পৌঁছালো ইউক্রেনের গমের দ্বিতীয় চালান

newsup
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০২৩
তুরস্কে পৌঁছালো ইউক্রেনের গমের দ্বিতীয় চালান

ইন্টারন্যাশনাল ডেস্ক: রাশিয়ার হুমকি উপেক্ষা করে কৃষ্ণ সাগর হয়ে তুরস্কে পৌঁছেছে ইউক্রেনীয় গমের দ্বিতীয় চালান। পালাউ-পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার আরোয়াট ১৭ হাজার ৬০০ টন গম নিয়ে শুক্রবার বন্দর শহর চোরনোমর্স্ক ছেড়ে মিসরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। রবিবার এটি ইস্তানবুলে পৌঁছায়।

যুদ্ধের জেরে কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনের শস্য রফাতানিতে বাধা দেয় রাশিয়া। এতে বিশ্বজুড়ে খাদ্য সরবরাহে ব্যাপক ঘাটতি দেখা দেয়। সংকট সমাধানে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্ততায় ইউক্রেনের শস্য রফতানিতে একটি চুক্তিতে রাজ হয় রাশিয়া। তবে গত জুলাইয়ে সেই চুক্তি থেকে সরে আসে মস্কো। এতে ফের বিপাকে পড়ে বিশ্ব।

ইউক্রেন এখন শস্য রফতানিতে নতুন রুটের পরীক্ষা চালাচ্ছে। ন্যাটো সদস্য বুলগেরিয়া এবং রোমানিয়ার দ্বারা নিয়ন্ত্রিত এই রুটগুলো আন্তর্জাতিক জলসীমার বাইরে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।