ঠিকশানাকে নিয়ে ভারতে যাচ্ছে শ্রীলঙ্কা - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৯:৫৬, ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

ঠিকশানাকে নিয়ে ভারতে যাচ্ছে শ্রীলঙ্কা

newsup
প্রকাশিত সেপ্টেম্বর ২৬, ২০২৩
ঠিকশানাকে নিয়ে ভারতে যাচ্ছে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কা তাদের বিশ্বকাপ দল ঘোষণা করেছে। ইনজুরির সঙ্গে লড়াই করা ওয়ানিন্দু হাসারাঙ্গাকে বাইরে রাখলেও মাহিশ ঠিকশানাকে ১৫ জনের স্কোয়াডে জায়গা দিয়েছে তারা।

অবশ্য হাসারাঙ্গা পুরোপুরি ফিট হলে বিশ্বকাপের কোনও একটা সময় তাকে ফেরানো হতে পারে। গত ১৯ আগস্ট এলপিএলে খেলার সময় হ্যামস্ট্রিংয়ের চোট পান বি লাভ ক্যান্ডির তারকা। ফাইনালে তাকে ছাড়াই খেলে চ্যাম্পিয়ন হয় দল। শেষ সময় পর্যন্ত তার অপেক্ষায় ছিলেন নির্বাচকরা। কিন্তু অবস্থা সন্তোষজনক নয় বলে বাদ রাখা হয়েছে এই স্পিনিং অলরাউন্ডারকে।

হাসারাঙ্গা ছিটকে গেলেও শ্রীলঙ্কাকে উজ্জীবিত করেছে দুই পেসারের ফেরা। এশিয়া কাপে না খেলা দিলশান মাদুশাঙ্কা ও লাহিরু কুমারা বিশ্বকাপ দলে ফিরেছেন। কাঁধের চোটের কারণে বাদ পড়েছেন দুষ্মন্ত চামিরা।

এশিয়া কাপ ফাইনালে ভারতের কাছে ব্যাটিংয়ে ভরাডুবির কারণে দাসুন শানাকার নেতৃত্ব নিয়ে সংশয় ছিল। তবে তার অধিনায়কত্বে বিশ্বকাপে খেলবে শ্রীলঙ্কা। কুশল মেন্ডিস সহঅধিনায়ক। জায়গা হয়নি অ্যাঞ্জেলো ম্যাথুজের। চামিকা করুণারত্নেকে রাখা হয়েছে ট্র্যাভেল রিজার্ভ হিসেবে।

আগামী ২৯ সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা।

দাসুন শানাকা (অধিনায়ক), কুশল মেন্ডিস (সহঅধিনায়ক), কুশল পেরেরা, পাথুম নিসাঙ্কা, দিমুথ করুণারত্নে, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দুশান হেমন্ত, মাহিশ ঠিকশানা, দুনিশ ভেল্লালাগে, কাসুন রাজিথা, মাথিশা পাথিরানা, লাহিরু কুমারা, দিলশান মাদুশাঙ্কা।

রিজার্ভ- চামিকা করুণারত্নে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।