লন্ডন অফিস: ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথমবার ইউক্রেন সফর করেছেন গ্রান্ট শ্যাপস। বৃহস্পতিবার ইউক্রেনীয় প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, কিয়েভে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তিনি বৈঠক করেছেন। এ সময় তারা ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
গত মাসে ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন গ্রান্ট শ্যাপস। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া আক্রমণের পর ইউক্রেনের দৃঢ় মিত্র হিসেবে হাজির হয়েছে ব্রিটেন।
শ্যাপস কখন জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন তা স্পষ্ট নয়। যুদ্ধের সময় শ্যাপস আগেও ইউক্রেন সফর করেছিলেন। তবে তখন তিনি জ্বালানি মন্ত্রীর দায়িত্বে ছিলেন।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।