২৮ অক্টোবরের সমাবেশে যোগদানে জেএসএফ বাংলাদেশের আহ্বান - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৩:৫০, ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

২৮ অক্টোবরের সমাবেশে যোগদানে জেএসএফ বাংলাদেশের আহ্বান

newsup
প্রকাশিত অক্টোবর ২৭, ২০২৩
২৮ অক্টোবরের সমাবেশে যোগদানে জেএসএফ বাংলাদেশের আহ্বান

হাকিকুল ইসলাম খোকন, সিনিয়র প্রতিনিধিঃ জেএসএফ বাংলাদেশ বলেছে,ভোট চোর,সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি কারী, গুম,খুন, হত্যা, বিরোধীদলীয় রাজনীতি দমনকারী, ব্যাংক লুটেরা,ফ্যাসীবাদী শেখ হাসিনা সরকার হটাও আন্দোলনে ৩৭দলের সাথে একমত পোষণ করে জাতীয় সন্মিলিত ফোরাম (জেএসএফ)বাংলাদেশ দলটির প্রতিষ্ঠাতা নিউইয়র্ক এ বসবাসরত হাজী আনোয়ার হোসেন লিটনের আহ্বানে বাংলাদেশে অবস্থানরত জেএসএফ বাংলদেশ এর নেতা কর্মীদের আগামীকাল শুক্রবার ,২৮ অক্টোবর একদফা দাবি, শেখ হাসিনা সরকার হটাও আন্দোলনে অংশগ্রহণ করতে আহ্বান জানিয়েছেন ।খবর বাপসনিউজ ।৩৭দলীয়দের সাথে একযোটে সরকার হটাও আন্দোলনে জাতীয় সন্মিলিত ফোরাম (জেএসএফ) বাংলাদেশ একাত্ততা ঘোষণা করেছে ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।