গাজীপুরের কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকালে সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হয়েছে। এর আগে বুধবার সকালে কাপাসিয়া উপজেলার পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আমানত হোসেন খান ক্রীড়ানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন।
কাপাসিয়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফাইজ উদ্দিন ফকিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, রওশন আরা সরকার, ডাঃ মামুনুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুস সালাম, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহামুদুল হাসান, সহকারী শিক্ষক মনির হোসেন, নূরুল ইসলাম ফরিদ প্রমুখ।
এসময় আমানত হোসেন খান বলেন, আগামীর স্মার্ট বাংলাদেশ গঠনে ক্রীড়ামোদী শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা রাখবে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।