লন্ডন অফিস: আঞ্চলিক নির্বাচনে পূর্বাঞ্চলীয় দুটি রাজ্যে জার্মানরা আজ ভোট দিয়েছেন। এই ভোটে প্রথমবারের মতো উগ্র ডানপন্থি অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি) জয়ী হতে পারে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে চ্যান্সেলর ওলাফ শোলজের জোট ফেডারেল নির্বাচনের ঠিক এক বছর আগে পরাজিত হতে চলেছে। এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
এএফডি থুরিঙ্গিয়াতে ৩০ শতাংশ ভোটে প্রথমদিকে রয়েছে আর স্যাক্সনিতে ৩০-৩২ শতাংশ ভোটে কনজারভেটিভ পার্টির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো জার্মানির কোনও রাজ্য পার্লামেন্টে চরম ডানপন্থি কোনও দল সবচেয়ে বেশি আসন পেয়েছে।
দলটি জয়ী হলেও রাজ্য সরকার গঠন করতে পারবে না। কেননা সংখ্যাগরিষ্ঠতার দিক দিয়ে দলটি পিছিয়ে রয়েছে এবং অন্যান্য দলগুলো এএফটিকে সহযোগিতা করতে অস্বীকার করছে। তবে সদ্য-সৃষ্ট সাহরা ওয়াগেনকনেচট অ্যালায়েন্স (বিএসডব্লিউ)এএফডি ও অন্য একটি জনতাবাদী দলের জোট গঠনকে জটিল করে তুলবে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।