অনলাইন ডেস্ক:
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) বা সিপিআই (এম)-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি মারা গেছেন। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ১৯ আগস্ট থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।
এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর ) স্থানীয় সময় বেলা ৩টা ৫ মিনিটে নয়াদিল্লির অল ইন্ডিয়ান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের (এআইআইএমএস) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এআইআইএমএসের চিকিৎসক অধ্যাপক রিমা দাদা এক বিবৃতিতে জানিয়েছেন, ইয়েচুরির মরদেহ শিক্ষা ও গবেষণার জন্য এআইআইএমএসে দান করেছেন পরিবার তাঁর।
অর্ধশতক বছর আগে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) ছাত্র থাকা অবস্থায় রাজনীতিতে যুক্ত হন সীতারাম ইয়েচুরি।
২০১৫ সালে তিনি সিপিআই (এম)–এর প্রধানের দায়িত্বে আসেন। তাঁর নেতৃত্বেই গত বছর প্রথমবারের মতো সিপিআই (এম) কংগ্রেসসহ অন্যান্য দলের সঙ্গে মিলে নির্বাচনের আগে ইন্ডিয়া জোট গঠন করে।
১৯৭০–এর দশকে ইয়েচুরি রাজনীতিতে জনপ্রিয় হয়ে ওঠেন। তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে জেএনইউ–এ একটি অনুষ্ঠানে যোগদানে বাধা দেন এবং তাঁর সামনেই প্রধানমন্ত্রীর পদত্যাগ চেয়ে শিক্ষার্থীদের করা দাবি পড়ে শোনান তিনি।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।