ডেস্ক রিপোর্ট: যুক্তরাজ্যে বসবাসরত সুনামগঞ্জবাসীর সংগঠন সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের দ্বি-বার্ষিক সম্মেলন ও নির্বাচন সম্পন্ন হয়েছে। সম্প্রতি ইষ্ট লন্ডনের একটি হলে সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক ইন্সপেক্টর অব পুলিশ মো. আহবাব মিয়া।
সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ছানাওর আলী কয়েছের সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা তরিকুল ইসলাম।
সভাপতি আহবাব মিয়ার স্বাগত বক্ত্যবের মধ্যে দিয়ে অধিবেশনের প্রথম পর্বে বিগত দু-বৎসরের সম্পাদকীয় রিপোর্ট পেশ করেন সাধারন সম্পাদক মোঃ ছানাওর আলী কয়েছ এবং আর্থিক রিপোর্ট পেশ করেন কোষাধ্যক্ষ শামীম আহমদ।
অধিবেশনের দ্বিতীয় পর্বে নির্বাচন কমিশনার কাউন্সিলর হুমায়ুন কবীর আগামী দুই বছরের মেয়াদের (২০২৪-২৬) শিল্পপতি মোহাম্মদ আবুল লেইছ সভাপতি ও মো. ছানাওর আলী কয়েছকে সাধারণ সম্পাদক এবং মো. শায়েখ মিয়াকে কোষাধ্যক্ষ ও কামরুজ্জামান চৌধুরীকে সিনিয়র সহ-সভাপতি করে ৬৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করেন।
কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন- সহসভাপতি-মো. নজরুল ইসলাম, মজির উদ্দিন, আবদুল মালিক কুঠি, আবদুর রব, খালেদ কামালী, সৈয়দ জিল্লুল হক, সাজ্জাদুর রহমান সাজ্জাদ, মাছুম মিয়া তালুকদার, শামীম আহমদ, রেদোয়ান খাঁন, মোঃছানু মিয়া, তাহিরুল ইসলাম (আবু তাহের), আবুল মনসুর রুমেল, অধ্যাপক আব্দুর রব ও ব্যারিসটার রফিক আহমদ, সহকারী কোষাধ্যক্ষ মাওলনা তরিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক -সবুজ মিয়া, মোহাম্মদ সেলিম উদ্দিন, মাহবুবুর রউফ নয়ন, মোহাম্মদ সেলিম মিয়া, হোসেইন আহমদ, নজির উদ্দিন, তফাজ্জুল আলী, আনছার মিয়া, বদরুল ইসলাম, জাকির হোসেইন, সাংগঠনিক সম্পাদক মুজিব কিবরিয়া তালুকদার, মোহাম্মদ আমীর হোসেন, দিলবর আলী, মো. শামীমুর রহমান, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আমীর উদ্দিন, শিক্ষা বিষয়ক সম্পাদক-জুলহাস আহমদ চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলনা আবদুল ওয়াদুদ লতিফি, আন্তর্জাতিক সম্পাদক -মিজানুর রহমান হিরু, সদস্য সচিব-মো. জরীফ উল্লাহ, সংসকৃতি বিষয়ক সম্পাদক -মৌলনা আবু ছাদেক, সমাজকল্যাণ সম্পাদক -মোহাম্মদ আলী সেলিম।
নির্বাহী সদস্যবৃন্দ হলেন- কাউন্সিলর ভিপি ইকবাল হোসেন, ব্যারিস্টার শাহ মিছবাউর রহমান, নুরুল আমীন (সাবেক চেয়ারম্যান), অধ্যাপক ওমর ফারুক, আলা উদ্দিন আহমদ মুক্তা, আবু সুফিয়ান চৌধুরী খোকন, মিজানুর রহমান চৌধুরী, ফজলুল করীম, মকসুদ আহমদ, ইকবাল হোসেন, আবুল হাসনাত কয়েছ, মহি উদ্দিন জিলু আহমদ, মো. জাহির আলী (আপ্তাব), আবুল কাসেম আলীম, মো. বশীর আহমদ, মো. ফারুক মিয়া, ফারুক আহমদ, এম এ বাছিত ( শেলু), আবুল হোসেন রফিক, আবুল হোসেন, আলী মোহাম্মদ রহমান মকবুল, আলকাছ মিয়া।
সম্মেলনে নব নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্যে প্রদান করেন প্রধান অতিথি টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর সাইফ উদ্দীন খালেদ, ডেপুটি মেয়র মায়ুম মিয়া তালুকদার, ডেপুটি স্পিকার কাউন্সিলর শুলুক আহমদ,সাবেক স্পিকার আহবাব হোসেন,সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কাউন্সিলর ভিপি ইকবাল হোসেন, সহ-সভাপতি ব্যারিস্টার শাহ মিসবাউর রহমান, গ্রেটার সিলেট কাউন্সিল ইউকে’র কেন্দ্রীয় কমিটির সভাপতি ব্যারিস্টার আতাউর রহমান এবং সাধারন সম্পাদক খসরু খাঁন, সুনামগনজের সাবেক সহকারী জাজ ব্যারিস্টার এনামুল হক, ব্যারিস্টার রফিক আহমদ, গ্রেটার সিলেট কাউন্সিল ইউকে’র সাবেক সভাপতি মনচব আলী জেপি, বিসিএ ইউকে’র সাধারন সম্পাদক মিঠু চৌধুরী, কাউন্সিলর লুৎফা রহমান, কাউন্সিলর সৈয়দ শেয়খুল ইসলাম, কাউন্সিলর ফয়জুর রহমান, কাউন্সিলর আবদুল মন্নান, ছাতকের সাবেক উপজেলা মহিলা ভাইস-চেয়াম্যান রাশিদা খানম নানসি্ , মৌলনা শুয়েব আহমদ, হবিগঞ্জ জেলা এসোসিয়েশন ইউকে’র সভাপতি এম এ আজিজ, মাষ্টার সিরাজ উদ্দীন, জগন্নাথপুর বৃটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সাবেক সভাপতি আকিক এফ রহমান, আইনজ্ঞ কাজী গৌছ মিয়া, ফজলুল করীম চৌধুরী, সৈয়দ এনামুল হক, নুরুল ইসলাম এম বি ই , সাবেক চেয়ারম্যান নূরুল আমীন, কবি ও সাংবাদিক আবু সুফিয়ান চৌধুরী, সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য সফিক আহমদ, সওকত আলী, মাষ্টার এম এ গফুর, মাহবুবুর রউফ নয়ন, আবদুস সোবহান, মোহন মিয়া, জগমবর আলী সহ যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত সুনামগঞ্জের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
পরে সাবেক সভাপতিসহ নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষ সুনামগঞ্জবাসীর সুখে দু:খে পাশে থেকে সুনামগঞ্জের উন্নয়নের অঙ্গীকার ব্যক্ত করেন। সবাইকে ধন্যবাদ ও দেশে-বিদেশে সুনামগঞ্জবাসী সকলের সহযোগিতা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।