বায়তুল মোকাররমে খতিব নিয়োগে প্যানেল - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৯:৫৬, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

বায়তুল মোকাররমে খতিব নিয়োগে প্যানেল

editorbd
প্রকাশিত অক্টোবর ৬, ২০২৪
বায়তুল মোকাররমে খতিব নিয়োগে প্যানেল

ডেস্ক রিপোর্ট:

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের নতুন খতিব কে হচ্ছেন, এ নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন ধর্মভিত্তিক সংগঠন ও রাজনৈতিক দলগুলো নিজেদের অনুসারীদের মধ্যে থেকে কাউকে ‘খতিব’ পদে নিযুক্ত করতে তৎপরতা চালাচ্ছেন। জাতীয় এই প্রতিষ্ঠানটিতে খতিব নিয়োগ দেয় ইসলামিক ফাউন্ডেশন।

গত ২২ সেপ্টেম্বর অব্যাহতি দেওয়া হয়েছে সাবেক খতিব মাওলানা মোহাম্মদ রুহুল আমিনকে। আওয়ামী লীগের অনুসারী আলেম হিসেবে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। ২০ সেপ্টেম্বর বায়তুল মোকাররমে অনুসারীদের নিয়ে উপস্থিতিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ইসলামিক ফাউন্ডেশন খতিব পদ থেকে মাওলানা রুহুল আমিনকে অপসারণ করে।

গত কয়েকদিনে ইসলামি ঘরানার সংগঠন ও রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে আলাপকালে জানা গেছে, বায়তুল মোকাররমে খতিব নিয়োগে হেফাজতে ইসলাম ও জামায়াতে ইসলামী সক্রিয় রয়েছে। এর বাইরে ইসলামী আন্দোলনসহ একাধিক রাজনৈতিক দলের আগ্রহ রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।