বসুন্ধরা টয়লেট্রিজ বাজারে আনল ‘অ্যালোরা টু ইন ওয়ান’ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ১:২৮, ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

বসুন্ধরা টয়লেট্রিজ বাজারে আনল ‘অ্যালোরা টু ইন ওয়ান’

editorbd
প্রকাশিত অক্টোবর ২৩, ২০২৪
বসুন্ধরা টয়লেট্রিজ বাজারে আনল ‘অ্যালোরা টু ইন ওয়ান’

অনলাইন ডেস্ক:

বসুন্ধরা টয়লেট্রিজ বাজারে নিয়ে এল ‘অ্যালোরা টু ইন ওয়ান’ হেয়ার অ্যান্ড বডি ওয়াশ। নতুন এবং উদ্ভাবনী পণ্য অ্যালোরা টু ইন ওয়ান হেয়ার অ্যান্ড বডি ওয়াশ, যা একসঙ্গে চুল ও ত্বকের পরিচ্ছন্নতা নিশ্চিত করে। অ্যালোরা টু ইন ওয়ান ভিটামিন ই ও ময়েশ্চারাইজিং এজেন্ট এবং অর্গান ওয়েল ও কন্ডিশনিং এজেন্ট সমৃদ্ধ দুটি ভিন্ন ফর্মুলায় তৈরি, যার বিভিন্ন মিশ্রণ চুলকে করে তোলে ঝলমলে, মজবুত ও ত্বক রাখে নরম।

অ্যালোরা টু ইন ওয়ান হেয়ার অ্যান্ড বডি ওয়াশ এখন নিকটস্থ দোকান ও সুপারশপে ৫ মিলি ও ১০ মিলির দুটি ভিন্ন ফ্লেভারে পাওয়া যাবে, যার সর্বোচ্চ খুচরা মূল্য যথাক্রমে ৩ টাকা ও ৫ টাকা। এ ছাড়া খুব শিগগিরই পাওয়া যাবে আকর্ষণীয় কনটেইনারে।

অ্যালোরা টু ইন ওয়ান কেন বেছে নেবেন?
ইউনিসেক্স ফর্মুলা: পুরুষ ও নারী উভয়ের জন্য উপযুক্ত, চুল ও ত্বকের যত্নে বিশেষভাবে কার্যকর
সাশ্রয়ী মূল্য: স্বল্প মূল্যে একটি প্রোডাক্টেই ডাবল সমাধান।
সহজ ব্যবহার: এক প্রোডাক্টেই চুল ও ত্বকের যত্ন, ব্যস্ত সকাল, জিম বা ভ্রমণে আদর্শ। অ
উচ্চমানের উপাদান: অর্গান ওয়েল ও কন্ডিশনিং এজেন্ট চুলকে মসৃণ ও মজবুত করে, ভিটামিন-ই ও ময়েশ্চারাইজিং এজেন্ট ত্বককে রাখে নরম ও কোমল।
লাক্সারিয়াস উপাদান: প্রতিটি ড্রপে লাক্সারিয়াস অভিজ্ঞতা, যা সৌন্দর্যে দেয় আভিজাত্যের স্পর্শ।

অর্গান ওয়েল ও কন্ডিশনিং এজেন্ট
আরগান ওয়েল ত্বকের হাইড্রেশন নিশ্চিত করে। ত্বকের ইরিটেশন কমায় এবং ত্বক কোমল রাখে। সব ধরনের ত্বকে ব্যবহারের উপযোগী। ড্রাইনেস দূর করে ত্বককে ময়েশ্চারাইজড রাখে। চুল ও মাথার ত্বকের শুষ্কতা প্রতিরোধে সাহায্য করে। চুলের ফ্রিজিনেস কমিয়ে উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। আরগান ওয়েল চুল ভেঙে যাওয়া কমায়। হেয়ারফল কমিয়ে চুলকে ঘন করে তোলে

ভিটামিন-ই এবং ময়েশ্চারাইজিং এজেন্ট
ভিটামিন ই সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে ত্বক রক্ষা করে। নিস্তেজ ত্বককে কোমল ও ময়েশ্চারাইজড করে। চুলের স্কাল্পের মাইক্রোসার্কুলেশন এবং অক্সিজেনেশন প্রক্রিয়া সক্রিয় রাখে। রিবনডেড বা কালারড চুলের যত্নে ভিটামিন ই খুবই কার্যকর।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।