ডেস্ক রিপোর্ট:
প্রথমবার বাফুফে সভাপতি পদে নির্বাচন করতে এসে বিপুল ভোটে জিতেছেন তাবিথ আউয়াল। জিতেই ফুটবল উন্নয়নে নিজের নানান লক্ষ্যের কথা শোনালেন।
নির্বাচিত সিনিয়র সহসভাপতি ও চার সহসভাপতিকে পাশে রেখে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তাবিথ শুরুতে বলেছেন, ‘বিগত জুন-জুলাই এবং আগস্ট মাসে বিপ্লবী ছাত্র-জনতার অবদানে মুক্ত বাংলাদেশে আজকে আমরা আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আর মিডিয়ার মাধ্যমে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের সমর্থকদেরকে। ধন্যবাদ দিতে চাই বাংলাদেশের ফুটবলপ্রেমীদের, আমাদেরকে আজকে নতুনভাবে নির্বাচিত করার জন্য।’
প্রত্যাশা পূরণে কাজ শুরু করতে চাইছেন তাবিথ, ‘আপনারা সকলে জানেন প্রত্যেকটা মুহূর্তে ফুটবল ফেডারশেনের দায়িত্ব হলো বাংলাদেশের ফুটবলকে সামনের দিকে এগিয়ে নেওয়া। তাই আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি বিগত কমিটিকে, তারা যে অবদান রেখেছেন। তবে আজকে থেকে আমরা জনগণের যে প্রত্যাশা ছিল, সেটা পূরণ করার উদ্দেশ্য নিয়ে দ্বায়িত্ব পালন করা শুরু করছি।’
ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে ধন্যবাদ দিয়ে বাফুফে সভাপতি বলেছেন, ‘আমরা বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি, একজন তরুণ ক্রীড়াপ্রেমিক আমাদের বর্তমান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে। উনার দিক নিদের্শনা ও সাহসে আমরা এরকম একটা ভালো মুক্ত পরিবেশে নির্বাচন করে আগামী দিনের ফুটবলকে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি।’
বাফুফে তে সংস্কার আনার ঘোষণা দিয়ে তাবিথ বলেছেন, ‘আমরা সকলেই একমত যে ফুটবলে আমরা সংস্কার আনতে চাই। এই কারণে আমরা শুরুতে গঠনতন্ত্র সংস্কার করার পদক্ষেপ হাতে নিবো। একই সঙ্গে ফুটবল যেন চলমান থাকে মাঠে, মানটা আরও উঁচু লেভেলে চলে যায়, সেই জায়গায় আমরা কাজ করতে চাই।’
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।