দানায় মিললো ছাড়পত্র

Daily Ajker Sylhet

editorbd

২৬ অক্টো ২০২৪, ০২:৩৩ অপরাহ্ণ


দানায় মিললো ছাড়পত্র

ডেস্ক রিপোর্ট:

রাজনৈতিক অস্থিরতা, বন্যা ও ঝড়ে দেশ যেন ডুবে আছে লম্বা সময় ধরে। সর্বশেষ হানা দিয়েছে ঘূর্ণিঝড় দানা। এমনই সময়ে খবর এলো, মুক্তির অনুমতি পেলো, বানভাসি মানুষের গল্পে সাজানো, মৌসুমী হামিদ অভিনীত, সিত্রাং সাইক্লোনে চিত্রায়িত, সোহেল রানা বয়াতির প্রথম সিনেমা ‘নয়া মানুষ’।

বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ২৪ অক্টোবর ছাড়পত্রটি হাতে পান নির্মাতা বয়াতি। এটি তার প্রথম সিনেমা।

চরের মেহনতি মানুষের জীবন ও প্রকৃতির খেয়ালিপনার বিভিন্ন দিক নিয়ে আ. মা. ম. হাসানুজ্জামানের ‘বেদনার বালু চরে’ গল্প অবলম্বনে মাসুম রেজার চিত্রনাট্যে এটি নির্মিত হয়েছে। এতে মৌসুমীর সঙ্গে পর্দায় থাকছেন রওনক হাসান এবং শিশুশিল্পী ঊষশী।

২০২২ সালের অক্টোবরে চলচ্চিত্রটির চিত্রধারণ শুরু হয়। কিন্তু সুপার সাইক্লোন সিত্রাংয়ের তাণ্ডবে শুটিং সেট চরম ক্ষতিগ্রস্ত হয় এবং কাজ বন্ধ হয়ে যায়। ২০২৩ সালের ৬ এপ্রিল থেকে আবার নতুন করে শুরু হয় চলচ্চিত্রটির কাজ, শেষ হয় ১২ এপ্রিল।

দেশের অন্যতম শীর্ষ অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ’র ব্যানারে নান্দনিক ফিল্মস-এর প্রযোজনায় চলচ্চিত্রটি চলতি বছরেই মুক্তি দেয়ার পরিকল্পনা আছে বলে জানান এর প্রযোজক নাজমুল হক ভূঁইয়া।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।