প্রবৃদ্ধির জন্য চীনের সঙ্গে বাস্তবসম্মত সম্পর্ক বজায় রাখা প্রয়োজন: ব্রিটিশ অর্থমন্ত্রী - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সন্ধ্যা ৭:১৩, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

প্রবৃদ্ধির জন্য চীনের সঙ্গে বাস্তবসম্মত সম্পর্ক বজায় রাখা প্রয়োজন: ব্রিটিশ অর্থমন্ত্রী

editorbd
প্রকাশিত জানুয়ারি ১১, ২০২৫
প্রবৃদ্ধির জন্য চীনের সঙ্গে বাস্তবসম্মত সম্পর্ক বজায় রাখা প্রয়োজন: ব্রিটিশ অর্থমন্ত্রী

লন্ডন অফিস:

চীনের সঙ্গে বাস্তবসম্মত সম্পর্ক বজায় রাখা ব্রিটেনের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বাণিজ্যের জন্য সুবিধাজনক হবে বলে মন্তব্য করেছেন দেশটির অর্থমন্ত্রী র‍্যাচেল রিভস।

যুক্তরাজ্যের আর্থিক বাজারে অস্থিরতার সময় বেইজিংয়ে রাষ্ট্রীয় সফরে যাওয়ায় সমালোচনার মুখে শনিবার (১১ জানুয়ারি) এই কথা বলেছেন তিনি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, গত অক্টোবরে প্রস্তাবিত বাজেটের আর্থিক নীতিগুলো নিয়ে সমঝোতার কোনও সুযোগ নেই। বর্তমান সরকারের প্রধান লক্ষ্য হলো ব্রিটেনের অর্থনৈতিক উন্নয়ন।

সুদহার বৃদ্ধির কারণে ইতোমধ্যেই যথেষ্ট চাপে রয়েছে ব্রিটেনের অর্থনীতি। এমন সময়ে চীনে দুদিনের রাষ্ট্রীয় সফর নিয়ে সমালোচনার মুখে পড়েছেন তিনি।

এই সফরে অর্থনৈতিক ইস্যুতে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। প্রায় ছয় বছর স্থগিত থাকার পর এই বিষয়ে আলোচনায় বসতে যাচ্ছে বেইজিং ও লন্ডন।

রিভস বলেছেন, বিশ্বব্যাপী ব্রিটিশ রফতানি ও বাণিজ্যের বাজার সম্প্রসারণের উদ্দেশে এই চীন সফরের আয়োজন করা হয়েছে। আমাদের প্রধান লক্ষ্য, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশে প্রবেশাধিকার বৃদ্ধি করা।

ব্রিটিশ সরকারের ঋণ গ্রহণের খরচ বৃদ্ধির তুলনা করা হচ্ছে ২০২২ সালের ‘মিনি-বাজেট’ সংকটের সঙ্গে, যা তৎকালীন প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে পদত্যাগে বাধ্য করেছিল।

তবে চলতি সপ্তাহে বাজারে পরিবর্তন তুলনামূলক কম তীব্র এবং ২০২২ সালে ব্যাংক অব ইংল্যান্ডকে জরুরি ভিত্তিতে বন্ড কেনার প্রয়োজনে যে চাপ সৃষ্টি হয়েছিল, তা বর্তমানে লক্ষ্য করা যায়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।