যুদ্ধের জন্য প্রস্তুত নয়: লাটভিয়ার পররাষ্ট্রমন্ত্রী - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৬:৩২, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

যুদ্ধের জন্য প্রস্তুত নয়: লাটভিয়ার পররাষ্ট্রমন্ত্রী

editorbd
প্রকাশিত জানুয়ারি ১৬, ২০২৫
যুদ্ধের জন্য প্রস্তুত নয়: লাটভিয়ার পররাষ্ট্রমন্ত্রী

লন্ডন অফিস:

ন্যাটো সৈন্যরা ইউক্রেনে যুদ্ধ করার জন্য প্রস্তুত নয় বলে জানিয়েছেন লাটভিয়ার পররাষ্ট্রমন্ত্রী বাইবা ব্রাজে। তবে মার্কিন নেতৃত্বাধীন এই সামরিক জোটটি কিয়েভকে সমর্থন করার কৌশল অনুসরণ করছে বলেও উল্লেখ করেন তিনি।

বৃহস্পতিবার কিয়েভ ইন্ডিপেনডেন্টকে দেওয়া এক সাক্ষাৎকারে লাটভিয়ার শীর্ষ কূটনীতিক এসব কথা বলেন। বাইবা ব্রাজের ভাষায়, ‘বর্তমানে ন্যাটো কোনো যুদ্ধের মধ্যে প্রবেশের জন্য প্রস্তুত নয়। কারণ সুস্পষ্ট ধারণাটি হলো- ইউক্রেনের আত্মরক্ষাকে সমর্থন করা। যদিও সবাই প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করছে। তবে কেউই এই যুদ্ধের অংশ হতে চায় না’।

লাটভীয় পররাষ্ট্রমন্ত্রীর মতে, ইউক্রেনে ইউরোপীয় সৈন্য মোতায়েন করা হলে তা ইইউ-এর জন্য উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করবে। যারা কিনা এতদিন ধরে এ ধরণের পদক্ষেপ এড়িয়ে চলার চেষ্টা করছে।

এর আগে গত ডিসেম্বরে রয়টার্স জানিয়েছিল যে, ইউরোপীয় দেশগুলো একটি যুদ্ধবিরতি বা শান্তি চুক্তির ক্ষেত্রে ইউক্রেনে ১,০০,০০০ পর্যন্ত সৈন্য পাঠানোর বিষয়ে আলোচনা করছে। তখন সূত্রগুলো জানায় যে, কিয়েভ নর্ডিক এবং বাল্টিক দেশগুলোর সঙ্গে এ নিয়ে আলোচনাও করেছে। তবে ইউরোপীয় দেশগুলো এখনও পর্যন্ত সে পথে হাঁটেনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।