যতদিন আছি, একতা নিয়েই থাকতে চাই: প্রধান উপদেষ্টা - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৭:৩৮, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

যতদিন আছি, একতা নিয়েই থাকতে চাই: প্রধান উপদেষ্টা

editorbd
প্রকাশিত জানুয়ারি ১৬, ২০২৫
যতদিন আছি, একতা নিয়েই থাকতে চাই: প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

ঐক্যের মাধ্যমেই অন্তর্বর্তীকালীন সরকারের জন্ম হয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘আপনারা দোয়া করবেন, আমি যতদিন আছি, এই একতা নিয়েই থাকবো। আমাদের সেই পথেই চলতে হবে।’

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় সভার প্রারম্ভিক বক্তব্যে তিনি একথা বলেন। প্রধান উপদেষ্টার ডাকা সর্বদলীয় বৈঠকে অংশ নিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও উপস্থিত হয়েছেন। এদিন বিকাল সাড়ে ৪টার দিকে সর্বদলীয় বৈঠকটি শুরু হয়, সন্ধ্যা ৬টার কিছু আগে বৈঠকটি শেষ হয়।

এসময় রাজনৈতিক দলের প্রতিনিধিদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনাদের সবার সঙ্গে দেখা হলে, বসতে পারলে আমার কাছে খুব ভালো লাগে, মনে সাহস পাই। কারণটা পরিষ্কার, এই সরকারের জন্ম হয়েছে ঐক্যের দ্বারা। যখন আমরা নিজেরা নিজেরা কাজ করি, হঠাৎ তখন দেখি একা পড়ে গেছি, আশপাশে আপনারা কেউ নেই; তখন একটু দুর্বল অনুভব করি। আবার যখন আপনারা একসঙ্গে হন, মনের মধ্যে সাহস আসে যে, আমরা একতাবদ্ধ আছি। একতাতেই আমাদের জন্ম, একতাতেই শক্তি। আপনাদের সবার সঙ্গে দেখা হলে প্রাণসঞ্চার হয়।’

জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র ইস্যুর অবতারণা প্রসঙ্গে ড. ইউনূস রাজনৈতিক দলের নেতাদের বলেন, ‘মাঝখানে একদিন ছাত্ররা এসে বললো যে, তারা একটা ঘোষণা দেবে, প্রক্লেমেশন করবে। আমাকেও সেখানে থাকতে হবে। আমি বুঝতে চাইলাম, কী প্রক্লেমেশন, তারা বললো। আমি বললাম— এটা হবে না। সেখানে আমারও যাওয়া হবে না, আর তোমাদেরও এটা করা ঠিক হবে না। তোমরা যদি ৫ আগস্টে ফিরে যেতে চাও। সেদিনের পরিপ্রেক্ষিতে যা হয়েছিল, সেটা রিক্রিয়েট করতে হবে। একা এটা করা যাবে না।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।