লন্ডন অফিস:
বিতর্কের মুখে এবার অন্তর্বর্তী সরকারকে নিয়ে সমালোচনামূলক প্রতিবেদন প্রত্যাহার করে নিল ব্রিটিশ এমপিদের সংগঠন অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ (এপিপিজি) অন দ্য কমনওয়েলথ। খবর দ্য গার্ডিয়ানের।
গত নভেম্বরে প্রকাশিত ওই প্রতিবেদনে অভিযোগ করা হয়, ইউনূস সরকার আইনকে ‘রাজনৈতিক হাতিয়ার’ হিসেবে ব্যবহার করছে। এতে আরও দাবি করা হয়, বর্তমানে দেশে ‘কট্টর ইসলামপন্থী’দের ক্ষমতায়ন হয়েছে।
সম্প্রতি শেখ হাসিনার ভাগনি ব্রিটিশ নগরবিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের পদত্যাগের পর বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রূপা হক।
তিনি সামাজিকমাধ্যম এক্সে (পুরোনো টুইটার) লিখেছেন, অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ (এপিপিজি) অন কমনওয়েলথ ইউনূস সরকার সম্পর্কে ভুল তথ্য প্রচার করেছে। তিনি এ প্রতিবেদনের ‘অসামঞ্জস্যতা’ নিয়ে যুক্তরাজ্যের হাউস অফ কমন্সে অভিযোগ করেছেন।
এরপরই এটি প্রত্যাহার করে তা পুনরায় ‘পর্যালোচনা’র সিদ্ধান্ত নেয় এপিপিজি।
দ্য গার্ডিয়ান বলছে, এপিপিজির ওই প্রতিবেদনটি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ নিয়ে করা হয়েছে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।