জানাজার নামাজে পায়ে জুতা রাখা যাবে - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, ভোর ৫:২৮, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

জানাজার নামাজে পায়ে জুতা রাখা যাবে

editorbd
প্রকাশিত জানুয়ারি ২৮, ২০২৫
জানাজার নামাজে পায়ে জুতা রাখা যাবে

ডেস্ক রিপোর্ট:

জায়গা পাক হওয়া জানাজা নামাজের জন্যও শর্ত। তাই নামাজি ব্যক্তির জুতা ও পায়ের নিচের মাটি উভয়টি যদি পবিত্র হয় তবে জুতা পরেও জানাজা নামাজ পড়া জায়েজ আছে।

আর দাঁড়ানোর স্থান পবিত্র হলে জুতা খুলেও দাঁড়াতে পারবে। আর দাঁড়ানোর স্থান অথবা জুতার নিচে অপবিত্র হওয়ার আশঙ্কা থাকলে জুতা খুলে তার উপর দাঁড়িয়ে নামাজ পড়বে। কেননা জুতার উপর অংশ সাধারণত পাকই থাকে।

প্রকাশ থাকে যে, জুতার নিচের অংশ যেহেতু অপবিত্র হওয়ার আশংকাই বেশি তাই মসজিদের বাইরে জানাজার নামাজ পড়লে জুতা পায়ে দিয়ে নামাজ না পড়াই উচিত। এক্ষেত্রে সতর্কতা হল, জুতা খুলে তার উপর দাঁড়ানো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।