ট্রাম্পের খড়গের নিচে জাতিসংঘের আরও দুই সংস্থা

Daily Ajker Sylhet

editorbd

০৪ ফেব্রু ২০২৫, ০১:৪২ অপরাহ্ণ


ট্রাম্পের খড়গের নিচে জাতিসংঘের আরও দুই সংস্থা

ইন্টারন্যাশনাল ডেস্ক:

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা বন্ধের পরিকল্পনা করছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া, ফিলিস্তিনি শরণার্থীদের জন্য নিবেদিত জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ’তে অর্থায়ন স্থগিতের মেয়াদ বৃদ্ধি করতে পারেন তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইট হাউজের এক কর্মকর্তার বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে।

পলিটিকো ও এনপিআরসহ একাধিক মার্কিন সংবাদমাধ্যমে সোমবার প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, জাতিসংঘের সংস্থা দুটির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার অবসান ঘটাতে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) নির্বাহী আদেশে স্বাক্ষর করতে পারেন ট্রাম্প। ওইদিনই আবার ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘের ভূমিকার অন্যতম সমালোচনাকারী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফরে আসছেন।

২০ জানুয়ারি দ্বিতীয় দফায় ক্ষমতা নেওয়ার পর প্রথম মেয়াদের মতই কিছু পদক্ষেপ নিয়েছেন ট্রাম্প। যেমন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে আনা, যা বাইডেন প্রশাসন বাতিল করে দিয়েছিল।

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল থেকেও প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রকে সরিয়ে এনেছিলেন ডোনাল্ড ট্রাম্প।

সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে ইউএনআরডব্লিউএ দাবি করেছে, গাজায় ১৫ মাসের ইসরায়েলি আগ্রাসনে সংস্থাটির অন্তত ২৭২ জন কর্মী নিহত হয়েছেন। এ সময়, ফিলিস্তিনিদের আশ্রয় নেওয়া বিভিন্ন স্কুলভবনসহ সংস্থাটির বিভিন্ন অবকাঠামোতেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।