গ্রাম থেকে বিশ্বজয়—পাইকপাড়া কলেজে ড. আবেদ চৌধুরীর প্রত্যাবর্তন
০৯ এপ্রি ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ণ

কুলাউড়া প্রতিনিধি
কুলাউড়ার এক প্রান্তিক গ্রাম পাইকপাড়া। এই গ্রামেই ২০২০ সালে যাত্রা শুরু করে পাইকপাড়া এমএ আহাদ আধুনিক কলেজ। অল্প ক’দিনেই কলেজটি শিক্ষার মান ও সাফল্যে উপজেলায় নিজস্ব অবস্থান তৈরি করেছে। এবার সেই অগ্রযাত্রায় যুক্ত হলো এক অনন্য সংযোজন—বিশ্ববরেণ্য বিজ্ঞানী ও কবি ড. আবেদ চৌধুরীর নাম।
গত ২ মার্চ, কলেজের নির্বাহী কমিটির সভায় সর্বসম্মত সিদ্ধান্তে তাঁকে কলেজের প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়। এই সিদ্ধান্ত কেবল কলেজের নয়, পুরো এলাকার জন্যই এক গৌরবের বিষয়।
ড. আবেদ চৌধুরীর শিকড় কুলাউড়ার হাজীপুর ইউনিয়নের কানিহাটি গ্রামে। ১৯৫৬ সালের ১ ফেব্রুয়ারি জন্ম নেওয়া এই মেধাবী ছাত্র মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং নটরডেম কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগে ভর্তি হন এবং সেখান থেকে অনার্স শেষ করে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। অরেগন ইনস্টিটিউট অব মলিকুলার বায়োলজিতে জিন বিজ্ঞান বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন ১৯৮৩ সালে।
একই বছর তিনি বিয়ে করেন টিউলিপ চৌধুরীকে। তাঁদের একমাত্র সন্তান সামি চৌধুরী। ১৯৮৯ সালে তিনি অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন।
তবে বিজ্ঞানচর্চা ছিল না তাঁর একমাত্র পরিচয়। ১৯৯৮ সালে ‘শৈবাল ও অন্তরীক্ষ’ নামে কাব্যগ্রন্থ প্রকাশের মাধ্যমে বাংলা সাহিত্যে পদার্পণ করেন তিনি। এখন পর্যন্ত বাংলা ও ইংরেজিতে তাঁর ১০টির বেশি গ্রন্থ প্রকাশিত হয়েছে।
এই গুণী ব্যক্তির কলেজে যুক্ত হওয়ায় শিক্ষার্থীরা যেমন অনুপ্রাণিত হবে, তেমনি কলেজের ভবিষ্যৎ পথচলাও হবে আরও আলোকিত—এমনটাই আশাবাদ সংশ্লিষ্ট মহলের।