জগন্নাথপুর স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কমিটি ইউকের সভা – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সন্ধ্যা ৭:৪২, ১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ


 

জগন্নাথপুর স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কমিটি ইউকের সভা

newsuk
প্রকাশিত জুন ১০, ২০২৫
জগন্নাথপুর স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কমিটি ইউকের সভা

ডেস্ক রিপোর্ট :  জগন্নাথপুর স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কমিটি ইউকের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত।সোমবার (৯ জুন )পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে জগন্নাথপুর স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় শতবর্ষ উদযাপন কমিটি ইউকের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী ও পরবর্তী কার্যক্রম পরিচালনার জন্য এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। কবি আব্দুল মুকিত মুক্তার এর সভাপতিত্বে সংগঠনের যুগ্ম আহ্বায়ক মির্জা জুয়েল আমিনের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন- সংগঠনের আহবায়ক জুবায়ের আহমদ হামজা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভারতচন্দ্র রায়ের উত্তরসূরি বাবু বিজিত রায়।

বক্তব্য রাখেন. মাস্টার আজিজুর রহমান. আনা এম মিয়া, মতিউর রহমান, আবু সুফিয়ান চৌধুরী, এম এ কাদির, মতিউর মিয়া, আশিকুল হক, আঙ্গুর আলী, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসেন. শামীম আহমদ তালুকদার, আতাউর রহমান চৌধুরী, আলতাব হোসেন. দবির আহমদ, মির্জা আবুল কাসেম (কামরান), রিপন ভূঁইয়া, মির্জা তারেক আহমদ অপু, মোঃ আবুল হোসেন, এ এইস আকাশ প্রমূখ। এ সভায় ঈদ কোশল বিনিময়ের পাশাপাশী বক্তারা জগন্নাথপুর স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবার্ষিকী অনুষ্ঠানটি সুন্দর ও সাফল‍্যময় একটি শতবর্ষ উদযাপনের লক্ষ্যে সকলের ঐক্যবদ্ধ আন্তরিকতা কামনা করেন ।

Desk: K

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।