কল্যাণ পার্টি থেকে সৈয়দ ইবরাহিমকে বহিষ্কার – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৪:১৮, ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

কল্যাণ পার্টি থেকে সৈয়দ ইবরাহিমকে বহিষ্কার

newsup
প্রকাশিত সেপ্টেম্বর ১, ২০২৫
কল্যাণ পার্টি থেকে সৈয়দ ইবরাহিমকে বহিষ্কার

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমকে (বীর প্রতীক) দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ কল্যাণ পার্টির নতুন নেতারা। দলীয় চেয়ারম্যান ও মহাসচিব পরিবর্তনের বিষয়টি নির্বাচন কমিশনকে (ইসি) আনুষ্ঠানিকভাবে জানিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে চিঠি দেওয়া হয়েছে। সোমবার ইসি সচিবের কাছে লেখা কল্যাণ পার্টির নতুন কমিটির চেয়ারম্যান মো. শামসুদ্দিন পারভেজ ও মহাসচিব মুহাম্মদ আবু হানিফের এক চিঠিতে এমন তথ্য জানা গেছে।

Manual7 Ad Code

চিঠিতে মুহাম্মদ ইবরাহিমের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চেয়ারম্যান পদ থেকে অপসারণ ও নতুন কমিটি গঠনের সব তথ্য জমা দেওয়া হয়। এতে বলা হয়, বাংলাদেশ কল্যাণ পার্টির দাপ্তরিক ঠিকানাও পরিবর্তিত হয়েছে। সভায় মো. শামসুদ্দিন পারভেজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং মুহাম্মদ আবু হানিফকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

Manual8 Ad Code

মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের নেতৃত্বে বাংলাদেশ কল্যাণ পার্টির প্রতিষ্ঠা ২০০৭ সালে। ২০০৮ সালে ইসির নিবন্ধন পাওয়া দলটি দীর্ঘদিন বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে ছিল। কিন্তু ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে কক্সবাজার–১ আসন থেকে এমপি নির্বাচিত হন ইবরাহিম। বিতর্কিত নির্বাচনে অংশ নেওয়ার কারণে দল থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে বলে দাবি করেছেন নতুন নেতারা।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code