ডেস্ক রিপোর্ট : নেপালে জেন জি বিক্ষোভের সময়ে প্রাণ হারানোদের ‘শহিদের’ মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিল সুশীলা কার্কির নেতৃত্বাধীন অন্তবর্তী সরকার। পাশাপাশি নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে আগামী বুধবার (১৭ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় শোকদিবস পালনেরও ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে নিহতদের পরিবারকে এককালীন ১৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) অন্তবর্তী সরকারের মন্ত্রিসভার বৈঠক শেষে এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ওমপ্রকাশ আরিয়াল।
সমাজমাধ্যমের উপরে নিষেধাজ্ঞা জারিকে কেন্দ্র করে গত সপ্তাহেই অগ্নিগর্ভ হয়ে উঠেছিল এভারেস্টের দেশ হিসাবে পরিচিত নেপাল। গত সোমবার (৮ সেপ্টেম্বর) সমাজমাধ্যমের উপরে জারি নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে রাজপথে নামে জেন জি। সংসদ ভবনে ঢোকার চেষ্টা চালায় আন্দোলনকারীরা। সেই সময় নিরাপত্তা বাহিনীর ছোড়া গুলিতে প্রাণ হারান ২০ বিক্ষোভকারী। ফলে পরিস্থিতির আরও অবনতি ঘটে। পরের দিন মঙ্গলবার গোটা দেশে ছড়িয়ে পড়ে আন্দোলন। রাষ্ট্রপতি রামচন্দ্র পৌদেল থেকে শুরু করে তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পৈতৃক ভিটেতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। এমনকি প্রাক্তন প্রধানমন্ত্রী ঝালানাথ খানালের স্ত্রীকেও জীবন্ত আগুনে পুড়িয়ে মারা হয়। বেধড়ক মারধর করা হয় প্রাক্তন প্রধানমন্ত্রী শেরবাহাদুর দেউবা, তাঁর স্ত্রী আরজু রানাকে। সেনাপ্রধান অশোক রাজ সিগদালের চাপের মুখে দুপুরেই ইস্তফা দেন প্রধানমন্ত্রী ওলি।
যদিও তাতে পরিস্থিতি শান্ত হয়নি। উল্টে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে বিভিন্ন সরকারি স্থাপনায় ভাঙচুর চালানো হয়। বিভিন্ন জেল ভেঙে কুখ্যাত কয়েদিদের মুক্ত করেন বিক্ষোভকারীরা। মঙ্গলবার রাতেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হস্তক্ষেপ করেন সেনাপ্রধান। অন্তবর্তী সরকারের প্রধান হিসাবে নিযুক্ত করা হয় সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে। তিনি সোমবার মন্ত্রী হিসাবে আরও তিন জনকে নিয়োগ করেন। এদিন মন্ত্রিসভার বৈঠকেই বিক্ষোভে নিহতদের শহিদের মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। অন্তবর্তী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ওমপ্রকাশ আরিয়াল জানিয়েছেন, ‘গত ৮ ও ৯ সেপ্টেম্বরের বিক্ষোভে মোট ৭২ জন প্রাণ হারিয়েছেন। তার মধ্যে ৫৯ জন আন্দোলনকারী, ১০ জন কয়েদি ও তিন জন নিরাপত্তারক্ষী রয়েছেন। নিহতদের শেষকৃত্যের জন্য পরিবারকে এককালীন এক লক্ষ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে।’
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।